ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বানিয়ারচর ও বনপাড়া সুনীল হত্যাকান্ডের প্রতিবাদে বিসিএ’র মানববন্ধন কর্মসূচি

বানিয়ারচর ও বনপাড়া সুনীল হত্যাকান্ডের প্রতিবাদে বিসিএ’র মানববন্ধন কর্মসূচি

0
653

সতের বছর পরও বানিয়ারচর বোমা হামলা এবং দুই বছর পূর্বে সুনীল হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) নেতৃত্বে ঢাকার প্রেসক্লাবে সামনে মানববন্ধন করেছে সংখ্যালঘু সম্প্রদায়।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র সভাপতিত্বে শনিবার (২ জুন) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বানিয়ারচরের জঘন্য ও বর্বরোচিত এ হত্যাকান্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় সরকারকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জনগণকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

ভারত, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খ্রিষ্টানদের ওপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন মানবন্ধকারীরা।

তারা বলেন, ‘২০০১ সালের ৩ জুন বানিয়ারচর কাথলিক চার্চে বোমা হামলার চার্জশীট এখনও পর্যন্ত দেয়া হয়নি। কেন দেওয়া হয়নি এবং অদৃশ্য কোনো সমস্যার কারণে এখনো ব্যবস্থাগ্রহণ করা হয়নি এই প্রশ্নও তোলের সমাবেশকারীরা।

তারা অবিলম্বে চার্জশীট দাখিলপূর্বক এর বিচার কার্য সম্পাদনের জোর দাবি জানান। আসন্ন জাতীয় নির্বাচনের আগে ও পরে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতেরও জোর দাবি জানিয়েছেন তারা।

মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, সাধারণ সম্পাদক রানাদাস গুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেজবাহ কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, বাংলাদেশ বুড্ডিষ্ট ফেডারেশনের কার্যকরী সভাপতি অশোক বড়–য়া, বিশিষ্ট মানবাধিকার ও উন্নয়ন কর্মী মজিদ মল্লিক, এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জর্জ রোজারিও, যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা, ফাদার জেরুম রোজারিও, এড. চিত্ত রঞ্জন তালুকদার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মোকসেদপুর থানা শাখার সভাপতি প্রিন্সিপাল দানিয়েল সিকদার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উত্তরা শাখার সভাপতি পাস্টর অবিনাশ নকরেক, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের তেজগাঁও শাখার সভাপতি জোনাস গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নারায়নগঞ্জ শাখার সভাপতি পিন্টু পলিকার্প পিউরীফিকেশন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মোহাম্মদপুর শাখার সভাপতি আন্তন হালদার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের লক্ষ্মীবাজার শাখার সভাপতি ভিক্টর রে, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ভাসানিয়া, কালীগঞ্জ শাখার সভাপতি বিনয় রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মিরপুর শাখার সাধারণ সম্পাদক এন্ড্রু সিকদার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের ভাদুন, জয়দেবপুর শাখার সভাপতি অরুণ ডি কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাভার ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিপু পরিমল কস্তা প্রমুখ।

উল্লেখ্য, ২০০১ খ্রিষ্টাব্দের ৩ জুন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন বানিয়ারচর কাথলিক চার্চে এক জঘন্য বোমা হামলায় ১০ জন খ্রিষ্টভক্ত নিহত ও ২৬ জন আহত হয়েছিলেন। অপরদিকে ২০১৬ খ্রিষ্টাব্দের ৫ জুন নাটোর জেলার বনপাড়ায় সন্ত্রাসী-জঙ্গীরা নিরীহ মুদি ব্যবসায়ী সুনীল গমেজকে নির্মমভাবে হত্যা করেছিল।

আরবি.এসআর. ২ জুন, ২০১৮