ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ময়মনসিংহে ৩‌দিন ব্যাপী বে‌সিক নাট্যকর্মশালা

ময়মনসিংহে ৩‌দিন ব্যাপী বে‌সিক নাট্যকর্মশালা

0
334

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ৩‌দিন ব্যাপী বে‌সিক নাট্যকর্মশালা।

৩১ মে-২ জুন পর্যন্ত ময়মন‌সিং‌হের ১নং হ‌রি কি‌শোর রায় রোড, উদীচী ভব‌নে শুরু হ‌য়ে‌ছিল ৩ দিন ব্যাপী বে‌সিক নাট্য কর্মশালা । বর্তমান তরুন প্রজন্মের জন্য এমন আর্কষনীয় নাট্য কর্মশালার আ‌য়োজন ক‌রেন নাটক বিভাগ, উদীচী, ময়মন‌সিংহ জেলা সংসদ।

নাটক বিভা‌গের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সনদ ঘোষ ব‌লেন ” প্র‌শিক্ষন নিলাম এবং চ‌লে গেলাম তা যেন না হয় । আমরা নাটক কর‌বো । নাট‌কে অন্য জ‌নের কা‌ছে নি‌য়ে যা‌বো । জনগ‌নের কা‌ছে যে‌তে হ‌বে । আমা‌দের সমা‌জে অ‌নেক অসংগ‌তি আ‌ছে । যেমন: ধর্ষন, ভিক্ষাবৃ‌ত্তি ইত্যা‌দি । এগু‌লো নাট‌কের মাধ্য‌মে জনগন‌কে বোঝা‌তে হ‌বে। তাহলেই আমরা সমাজ‌কে কিছুটা হ‌লেও প‌রিবর্তন কর‌তে পার‌বো। কা‌জেই আ‌মি অনু‌রোধ রাখ‌বো লেখাপড়ার পাশপা‌শি তোমরা নাটক ক‌রো এবং নি‌জে‌দের প্র‌তিভা‌কে বিক‌শিত ক‌রো। ”

সুদূর ঢাকা থে‌কে আসা প্র‌শিক্ষক এস, এম নজরুল ইসলাম ব‌লেন “এক‌টি কর্মশালা‌টি তখ‌নি সার্থক হয় যখন এর ফিট‌বেকটা ভা‌লো পাওয়া যায় । আমারা সবাই চায় সমাজটা‌কে প‌রিবর্তন কর‌তে। তার জন্য আ‌গে চাই নি‌জের ম‌ধ্যে প‌রিবর্তন । আমরা এখন যে জায়গায় আ‌ছি ঠিক সেই জায়গাটায় থে‌কে প‌রিবর্তন করা যায় । এভা‌বে ধা‌পে ধা‌পে প‌রিবর্তন হ‌বে প‌রিবার, বন্ধু বান্ধব, সমাজ ও দেশ। তাই একজন স‌চেতন সুনাগ‌রিক ও নাট্যকর্মী হি‌সে‌বে এটা আমা‌দের প্র‌ত্যে‌কের দা‌য়িত্ব । নাটক হ‌লো সমা‌জের গর্ব । তাই অ‌নেক নাটক কর‌তে হ‌বে। একজন সফল নাট্য কর্মী হ‌তে হ‌বে । এবং আপনারা যারা ব‌য়োঃ‌জৈষ্ঠরা আ‌ছেন আপনারা তা‌দের‌কে স‌ঠিক দিক নি‌র্দেশনা দি‌বেন ।”

কর্মশালার শেষাং‌শে অংশগ্রহনকারী‌দের সবার হা‌তে তুলে দেওয়া হয় ৩ দিন ব্যাপী এই বে‌সিক নাট্যকর্মশালার সনদপত্র।