শিরোনাম :
ভাতৃত্বে গড়ে উঠি, মাদককে না বলি : বাধঁন আন্তঃ ঢাকা মহানগরীয় খ্রিষ্টান ফুটবল টুর্ণামেন্ট-২০১৮

‘ভাতৃত্বে গড়ে উঠি, মাদককে না বলি’ শ্লোগানে অনুষ্ঠিত হলো বাধঁন আন্তঃ ঢাকা মহানগরীয় খ্রিষ্টান ফুটবল টুর্ণামেন্ট-২০১৮।
শনিবার (৯ জুন) মহাখালীর বাধঁন সংঘের আয়োজনে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিসিএসএম বনাম কেসি ফ্যালকন দলের মধ্যে এই ফাইনাল খেলা হয়। খেলায় কেসি ফ্যালকন তিন-শূণ্য গোলে চ্যাম্পিয়ান হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বিসিএ’র সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়া, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবল তারকা ও ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, ডিরেক্টর পাপিয়া রিবেরুসহ আরো অনেকে। এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি পাভেল ফ্রান্সিস রোজারিও।
উল্লেখ্য, বাধঁন আন্তঃ ঢাকা মহানগরীয় খ্রিষ্টান ফুটবল টুর্ণামেন্ট-২০১৮-তে মোট ৮টি দল অংশ নেয়। ৮টি দলের মধ্যে মোট ১৫টি খেলার গত শুক্রবার ১২ টি খেলা এবং শনিবার ফাইনাল খেলাসহ ৩টি খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি, অন্যান্য অতিথিরা বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি, প্রাইজমানি, ক্রেস্ট এবং রানারআপস্ দলের হাতে রানারআপস্ ট্রফি, প্রাইজমানি ও ক্রেস্ট তুলে দেন।
আরবি.এইচআর. ৯ জুন ২০১৮
































































