ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে যিশু হৃদয়ের পর্ব পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে যিশু হৃদয়ের পর্ব পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
592

কালিগঞ্জের রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে ৮ জুন পালন করা হয় যিশু হৃদয়ের পর্ব। এ উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণীল সাংস্কৃতিক অনুষ্ঠানের।

সকাল সাড়ে ৯টায় কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি এবং ফাদারসহ শোভাযাত্রা করে গির্জায় প্রবেশ করেন। যিশু হৃদয়ের পর্বীয় খ্রিষ্টযাগ উৎসর্গ করেন কার্ডিনাল প্যাট্রিক।

খ্রিষ্টযাগের পর রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতি রাঙ্গামাটিয়া চার্চ কমিউনিটি সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতি’র সভাপতি প্রিন্স বি. রোজারিও। প্রধান অতিথি ছিলেন কার্ডিনাল প্যাট্রিক। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর ফাদার বিমল ফ্রান্সিস গমেজ, সহকারি ফাদার আলফ্রেড গমেজ, ফাদার সুব্রত বনিফাস গমেজ, সমিতির সেক্রেটারি জুয়েল এল. কস্তা, রাঙ্গামাটিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর সেক্রেটারি লিন্টাস মাইকেল দেশাইসহ আরো অনেকে।

অনুষ্ঠানে কার্ডিনাল প্যাট্রিক ও ফাদারদের রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির পক্ষ হতে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিতকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় যুব সমিতির পক্ষ হতে।

আরবি. আরপি. ১০ জুন ২০১৮