ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ১২ রানে জয় পেল মথুরাপুর অপ্টিমিস্টিক

১২ রানে জয় পেল মথুরাপুর অপ্টিমিস্টিক

0
894

১৯ জুন ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে সমাপ্ত হলো মথুরাপুর প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসর ফাদার এ্যাঞ্জেলো কান্তন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ।

মথুরাপুর ধর্মপল্লীর যুব সংগঠনের আয়োজনে ধর্মপল্লীর মিশন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এবারের আসরে অংশ নেয় ছয়টি দল।’এ’ ও ‘বি’ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিটি দল দুটি করে ম্যাচের মুখোমুখি হয়।গ্রুপ পর্বে ‘এ’গ্রুপে চ্যাম্পিয়ন মথুরাপুর অপ্টিমিস্টিক ও’ বি’গ্রুপের চ্যাম্পিয়ন মথুরাপুর রেডিয়ান্ট এর মধ্যে অনুষ্ঠিত ম্যাচে মথুরাপুর অপ্টিমিস্টিক জয়লাভ করে ফাইনালে ওঠে ।’এ ‘ গ্রুপের রার্নাস আপ মথুরাপুর এভারগ্রীন ও ‘বি’ গ্রুপের রার্নাসআপ এর মধ্যে মথুরাপুর ভিক্টোরিয়াস ফাইনালে ওঠে ।

টস জিতে প্রথমে ব্যাটিং করে মিলন কস্তার মথুরাপুর অপ্টিমিস্টিক নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান করে। ১১৪ রানের টার্গেটে প্লাসিড গমেজের মথুরাপুর ভিক্টোরিয়াস ১০ওভারে ৯উইকেটে ১০১ রান সংগ্রহ করে। এতে মথুরাপুর অপ্টিমিস্টিক ক ১২ রানে জয়লাভ করে।

টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ বিবেচিত হয় শোভন গমেজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত নাট্য পরিচালক জয়ন্ত রোজারিও বলেন, ‘খেলাধুলা, বিনোদন প্রাণের স্পদন সৃষ্টি করে।তরুণ সমাজের মোবাইল, ইন্টারনেটের নিজেদের গুটিয়ে না রেখে মাঠে খেলার অংশগ্রহণের ফলে সুস্থ বিনোদন লাভ করে থাকে।এতে তাদের মধ্যে আগীমী দিনে নেতৃত্ব বিকাশে ও সহায়ক হবে। ‘

এবারের টুর্নামেন্ট স্পসর করেন নাট্য পরিচালক জয়ন্ত রোজারিও ‘র রেড ভয়েস ক্রিয়েশন।

আরবি.আরপি. ২১ জুন, ২০১৮