শিরোনাম :
তুমিলিয়া ধর্মপল্লীতে দীক্ষাগুরু সাধু যোহনের জন্মোৎসব পালন
ধর্মপল্লীবাসীর উপস্থিতিতে মহানন্দে পালন করা হলো সাধু যোহনের পর্ব দিবস।
২২ জুন (শুক্রবার) ঢাকা মহা ধর্মপ্রদেশের অন্যতম বৃহৎ ধর্মপল্লী তুমিলিয়াতে পালন করা হয় ধর্মপল্লীর প্রতিপালক ‘দীক্ষাগুরু সাধু যোহনের পার্বণ’। দিনটিকে দীক্ষাগুরু সাধু যোহনের জন্মোৎসব হিসেবেও আখ্যায়িত করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি।
সকাল ৯টায় পর্বীয় খ্রিষ্টযাগ শুরু হয়। খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন কার্ডিনাল প্যাট্রিক। সহকারী হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবিন গমেজ, ফাদার জেভিয়ার পিউরিফিকেশনসহ আরো অনেক ফাদার।
খ্রিষ্টভক্তদের কার্ডিনাল মহোদয় বলেন, ‘দীক্ষাগুরু সাধু যোহন এসেছিলেন একটি বিশেষ দায়িত্ব নিয়ে। তিনি এসেছিলেন বাণী প্রচারের কাজ নিয়ে এবং তাঁর এই প্রচার স¦ার্থক। এই তুমিলিয়া ধর্মপল্লী তার প্রমাণ।’
‘আমরা যেন প্রতিনিয়ত যিশুর সাথে কথা বলি। তাকে যেন জিজ্ঞাসা করি আমাদের কাছে তিনি কি চান, তার পরিকল্পনা কি, আমাদের কি করা উচিত। আর সেটিই হবে দীক্ষাগুরু সাধু যোহনের বাণী প্রচার।’ বলেন কার্ডিনাল।
খ্রিষ্টযাগের শেষে ফাদার আলবিন উপস্থিত সকলকে ধন্যবাদ দেন। যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে ও বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
এ দিন জাগরণী সংঘের উদ্যোগে কমিউনিটি সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে সংঘের আয়োজনে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
আরবি.আরপি. ২২ জুন, ২০১৮