ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বরিশালের বিভিন্ন স্থানে পালন করা হলো ফাদার ফিলিপ ডি’ রোজারিও’র স্মরন সভা

বরিশালের বিভিন্ন স্থানে পালন করা হলো ফাদার ফিলিপ ডি’ রোজারিও’র স্মরন সভা

0
474

বরিশালসহ পাদ্রিশিবপুর, গৌরনদী, বানিয়ারচরসহ বিভিন্ন ধর্মপল্লীতে পালন করা হচ্ছে ফাদার ফিলিপ ডি’রোজারিও’র স্মৃতিচারণ ও স্মরন সভা।

বরিশালের কাথিড্রালেও অসংখ্য ভক্তের উপস্থিতিতে পালন করা হলো ফাদার ফিলিপের স্মরণ সভা। সভায় উপস্তিত ছিলেন বরিশালের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি, চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের বিশপ মজেস এম. কস্তা সিএসসিসহ বিভিন্ন স্থান থেকে আগত ফাদার, সিষ্টার এবং বরিশালের খ্রিষ্টভক্তরা।

এ ছাড়াও বরিশাল ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীতে ফাদার ফিলিপের স্মৃতিচারণ ও স্মরণসভা পালন করা হচ্ছে।

প্রসঙ্গত, ১০ মে ফাদার ফিলিপ পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। তাঁর কাজের অবদান এখনো চট্টগ্রাম ও বরিশালবাসীর মনে দাগ কেটে রয়েছে। ধর্মীয় জীবনে নিবেদিত প্রাণ হয়ে তিনি সারা জীবন বাণী প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বিভিন্ন সময়ে চট্টগ্রাম ধর্মপ্রদেশে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম থেকে আলাদা হয়ে বরিশাল নতুন ধর্মপ্রদেশ হওয়ার পর তিনি বরিশাল চলে আসেন।

আরবি. আরপি. ২৪ জুন ২০১৮