ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের ৫ম ত্রি-বার্ষিকি কৌশলগত পরিকল্পনার দেড় বছরের মূল্যায়ন সভা

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের ৫ম ত্রি-বার্ষিকি কৌশলগত পরিকল্পনার দেড় বছরের মূল্যায়ন সভা

0
808

১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে পঞ্চম ত্রি-বার্ষিকি কৌশলগত পরিকল্পনার দেড় বছরের মূল্যায়ন সভার উদ্বোধন করেন।

মঠবাড়িতে ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে ১৪-১৬ ফ্রেব্রুয়ারি তিনদিনব্যাপী এই কৌশলগত পরিকল্পনা সভার শুরুতে সমিতির বোর্ড অব ডিরেক্টর পাপিয়া রিবেরু ও তার দল প্রারম্ভিক প্রার্থনা করেন। অনুষ্ঠানে পবিত্র বাইবেল পাঠ করেন জাষ্টিনা বিশ^াস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি; এর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, নারী ও যুব কমিটির প্রতিনিধি, সমিতির উপদেষ্টা, বিভিন্ন সমিতির প্রতিনিধি, ঢাকা ক্রেডিটের কর্মীসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী।

শুভেচ্ছা বক্তব্যে সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এর পর গত বছরের কৌশলগত পরিকল্পনা মূল্যায়ন সভার কার্যক্রমের হাইলাটস ভিডিও ডকুমেন্টরির মাধ্যমে প্রদর্শন করা হয়।

তিনি বলেন, ‘আমারা যে মিশন, ভিশন নিয়ে কাজ করছি, সেই আঙ্গিকে সমিতি কোনো পর্যায়ে আছে, আমরা আমাদের সমিতির ভবিষ্যৎ কি এবং সমিতি কতটুকু চ্যালেঞ্জে আছে আমরা এই তিন দিন সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো।’

তিনি প্রকল্পগুলো কীভাবে আরো কার্যকর ও সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে সব বিষয়ে সকলের পরামর্শসহ মতামত আহ্বান করেন। ‘গত বছর আমরা যে বিষয়ে গুরুত্ব আরোপ করেছিলাম সেগুলো হলো মানসম্পন্ন সদস্য নেওয়া এবং নারী সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করা। এ ছাড়াও অন্যান্য বিষয়ের মধ্যে ছিলো সমিতির কর্মীদের প্রশিক্ষণ দিয়ে পেশাদারিত্ব বৃদ্ধি করাসহ সমিতির চিহ্নিত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা।’

উদ্বোধনী অনুষ্ঠানে নারী কমিটির যুগ্ম আহ্বায়ক মনিকা গমেজের পরিচালনায় পরিচিতি পর্ব শেষ করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।

শেষে সমিতির ট্রেজারার বিপুল লরেন্স গমেজের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই ধারাবাহিকতায় ১৫ ফ্রেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৮টায় সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরার প্রার্থনার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিওর সঞ্চালনায় সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ পঞ্চম ত্রি-বার্ষিক পরিকল্পনার প্রথম দেড় বছরের (১ জুলাই, ২০১৭-৩১ ডিসেম্বর, ২০১৮) সমিতির অর্জনগুলো উপস্থাপন করেন। তার প্রেক্ষিতে যে সকল সীমাবদ্ধতা ছিলো তা অতিক্রমের জন্য অংশগ্রহণমূলক আলোচনা করেন।

এরপর সমিতির উপদেষ্টা রেমন্ড আরেং-এর সঞ্চালনায় ট্রেজারার বিপুল লরেন্স গমেজ অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জগুলো উপস্থাপন করেন।

সমিতির মিডিয়া কমিটির সদস্য রবার্ট পংকজ গমেজের সঞ্চালনায় সকল অংশগ্রহণকারী বিভিন্ন দলে বিভক্ত হয়ে সুর্নিদিষ্ট প্রশ্নের ভিত্তিতে দলীয় আলোচনা করেন।

বিকালের সেশনে সমিতির ডিরেক্টর প্রতাপ আগষ্টিন গমেজের সঞ্চালনায় সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ঢাকা ক্রেডিটের মিশন, ভিশন ও কোর ভ্যালু আলোচনা করেন।

আলোচনা শেষে পাঁচটি দলে বিভক্ত হয়ে দলীয় আলোচনা করে সকলে দলীয় মতামত পেশ করেন।

পরবর্তীতে নারী কমিটির যুগ্ম আহ্বায় মার্সিয়া মিলি গমেজের সঞ্চালনায় দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাতে বোর্ড কর্মকর্তা, উপদেষ্টা, কর্মী ও সকল স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

১৬ ফেব্রুয়ারি সকালে পঞ্চম ত্রি-বার্ষিকি কৌশলগত পরিকল্পনায় যোগদেন সমবায় অধিদপ্তরে ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহসিনুজ্জামান ও উপনিবন্ধক মোছাঃ নূর-ই জান্নাত (অডিট, আইন ও সমিতি)।

এরপর যুব কমিটির যুগ্ম আহ্বায়ক জনি হিউবার্ট রোজারিওর সঞ্চালনায় সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা গত দুই দিন আলোচনার মতামতগুলো ব্যাখ্যা করেন।
পরবর্তীতে সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সঞ্চালনায় ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সিইও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজ ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল সম্পর্কে বিস্তারিত তথ্যচিত্র সকলের সামনে উপস্থাপন করেন।

সর্বশেষ সেশনে ঢাকা ক্রেডিটের প্রাক্তন সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়ার সঞ্চালনায় সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ প্রক্রিয়াধীন প্রকল্পগুলোর উপর প্রেসেন্টেশন উপস্থাপন করেন এবং কোন প্রকল্প কোন পর্যায়ে আছে তা ব্যাখ্যা করেন।

সর্বশেষে সকলের অংশগ্রহণ ও মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসিডেন্ট গমেজ। শেষ প্রার্থনা করেন সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরা।

আরপি.এসআর.এইচআর. ১৬ ফেব্রুয়ারি ২০১৯