ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট অনুষ্ঠিত হলো ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষকদের শিক্ষা সেমিনার

অনুষ্ঠিত হলো ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষকদের শিক্ষা সেমিনার

0
749

ঢাকা ক্রেডিট চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষকদের নিয়ে সারাদিনব্যাপী শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষা সেমিনার পরিচালনা করেন আরএনডিএম সম্প্রদায়ের প্রভিন্সিয়াল সিস্টার রেবা ভেরোনিকা ডি’কস্তা।

আজ (১৬ ফেব্রুয়ারি, শনিবার) সকাল সাড়ে ৮টায় মনিপুড়িপাড়া ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের শুরুতে প্রিন্সিপাল ডালিয়া শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের দক্ষতা বৃদ্ধি এবং সেন্টারের শিশুদের সেবারমান যেন উন্নত হয় সেই লক্ষ্যে এই শিক্ষা সেমিনারের আয়োজন।’

সকলকে সেমিনারে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জনান প্রিন্সিপাল।

সেমিনারে সিস্টার রেবা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘প্রথমে নিজের ব্যক্তিত্ব সম্পর্কে জানুন তাহলে শিশুদের সবলতা, দুর্বলতা এবং সম্ভাবনা জানতে পারবেন। শিশুদের যে সকল দুর্বল দিক আছে সেগুলো উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।’

নিজেকে সর্বদা ভালোবাসার আহ্বান জানান সিস্টার রেবা।

তিনি আরো বলেন, মানুষ বহুমুখী চিন্তার কারণে কখনো বহির্মুখী আবার কখনো অন্তর্মুখী হয়ে থাকে। এই দুটি বিষয়ই ইতিবাচক।

এ ছাড়া ১৬ ধরনের ব্যক্তিত্ব, রাগ নিয়ন্ত্রণ, একজন ভালো শিক্ষকের বিদ্যালয় ও পারিবারিক নেতৃত্বর বিষয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন।

সেমিনারের শেষে সিস্টারকে ধন্যবাদ জানান ঢাকা ক্রেডিটের প্রশাসনিক ও মানব সম্পদ উন্নয়ন বিভাগের চিফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন।
উক্ত সেমিনারে প্রিন্সিপালসহ নয় জন শিক্ষক অংশগ্রহণ করে।