ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নীতি নৈতিকতা বিষয়ক কর্মশালা

অনুষ্ঠিত হলো খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নীতি নৈতিকতা বিষয়ক কর্মশালা

0
525

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ৩৩টি সংগঠনের ১৬০জন যুবক-যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হলো অর্ধ দিবসব্যাপী নীতি ও নৈতিকতা বিষয়ক কর্মশালা।

আজ ২ মার্চ (শনিবার) সকাল ১০টায় ঢাকার মোহম্মদপুর সিবিসিবি সেন্টারে যুবসমাজে নীতি ও নৈতিকতা বৃদ্ধির জন্য এই কর্মশালা আয়োজন করেন বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নির্মল রোজারিও’র সভাপতিত্বে লিন্টাস রক রোজারিও’র পরিচালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

সচিব রোজারিও শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ সরকারের সহায়তায় ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়, অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার লক্ষ্যে।’

তিনি বলেন, সুষ্ঠ-সুন্দর এবং উন্নত দেশ গঠনে যুব সমাজে নীতি ও নৈতিকতার বিকল্প কিছু নেই। কারণ যুব সমাজই আগামির কর্ণধার। তাদের মধ্যে নীতি ও নৈতিকতা না থাকলে পরিবার, সমাজ, রাষ্ট্রের মুখ থুবড়ে পড়বে।

তিনি আরো বলেন, যুব সমাজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে যুক্তি ও নৈতিকতা দিয়ে, অস্ত্র দিয়ে নয়।

পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় নীতি-নৈতিকতা সম্পন্ন যুব সমাজের গুরুত্ব ও প্রয়োজনীতা বিষয়ে বাংলাদেশ ইয়ুথ ফ্রাস্ট কনসার্নের পরিচালক ড. পিটার হালদার বলেন, প্রাকৃতিক ও প্রযুক্তিগত পরিবর্তনকে কেউ প্রতিরোধ করতে পারে না। মানুষের মনের গঠনমূলক পরিবর্তন ঘটে মূল্যোবোধ সস্পন্ন শিক্ষার মাধ্যমে। মন ও চিন্তার পরিবর্তনের মাধ্যমে সমাজের নৈতিক পরিবর্তন সম্ভব।

‘যুব সমাজ আজ পরিবারের ভয়, সমাজের ভয়, পিতা-মাতার ভয়, সম্পর্কের ভয়, রাজনৈতিক ভয়, ধর্মীয় ভয়, সংখ্যালঘুর ভয়ে জর্জরিত। এই ভয় থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। নিজের জীবনকে ভয়মুক্তভাবে নতুন করে সাজাতে হলে নিজের মন থেকে ভয় এবং ঘৃণা দূর করতে হবে’ বলেন যিশু সংঘের ফাদার সৃজন এসজে।

৩৮৬টি চার্চ মেরামত করার জন্য অনুদান প্রদান করেছেন। যুবাদের নিয়ে নীতি ও নৈতিকতা বিষয়ক সেমিনার আয়োজন, ২০০জন যাজক নিয়ে সেমিনার করার উদ্যোগ হাতে নিয়েছে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. আলো ডি’রোজারিও ও সুব্রত হাজরা। বাংলদেশ খ্রিস্টান এসোসিয়েশন থেকে উপস্থিত ছিলেন

ক্লেমেন্ট টি. ঢালী, ভিক্টর রে, জন অরুনেশ বাড়ৈ, আন্তন হালদারসহ আরো অনেকে।

সচিব নির্মল রোজারিও সকলকে ধন্যবাদ জানান সক্রিয় অংশগ্রহণের জন্য।