শিরোনাম :
চট্টগ্রামে খ্রীষ্টান মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান
৯ মার্চ সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম কাথিড্রাল গীর্জার যাজক ভবন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা আইভেন ডি’ রোজারিও (রবি) কে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা কমিটি ও খ্রীষ্টভক্তগণ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Bangladesh Independent University চট্টগ্রামের ইংরেজি বিভাগের প্রধান মিসেস সার্মেন রড্রিক্স। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পাল পুরোহিত ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু ও ফাদার জেরোম।
বর্তমানে কানাডা প্রবাসী এ মুক্তিযোদ্ধা সম্প্রতি বাংলাদেশে বেড়াতে এলে তাঁকে এ সম্মাননা দেয়া হয়। এ মুক্তিযোদ্ধা ভারতে প্রশিক্ষণশেষে মুক্তিযুদ্ধে অংশ নেন।
অনুষ্ঠানে পাল-পুরোহিত সুব্রত বনিফাস টলেন্টিনু বলেন, খ্রীষ্টান সমাজে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন, যাঁদের আমরা যথাযথ মূল্যায়ন করতে পারিনি। তিনি এ উদ্যোগের প্রশংসা করেন।
বীর মুক্তিযোদ্ধা আইভেন ডি’ রোজারিও বলেন, ‘আমাদের বর্তমান প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেনা। তাদেরকে সঠিক তথ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা আমাদের সকলের দায়িত্ব।’
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণায় অংশ নেন মেরী ডি কস্তা, ম্যাগডালিন ডিসিলভা, উইলসন গোমেজ, স্টিভ ডি’রোজারিও ও মান্না সরকার প্রমুখ।
































































