শিরোনাম :
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বিএলএস-সমকাল ভাষাবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
৬ষ্ঠ বাংলাদেশ বিএলএস-সমকাল ভাষাবিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ বিভাগীয় পর্ব- সিলেট বিভাগ গতকাল ১৫ মার্চ শুক্রবার সকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ লিঙ্গুয়েস্টিক সোসাইটি ও সমকালের এ আয়োজনে উপজেলার ৬৪ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে। মোট ৪টি বিদ্যালয় শ্রীমঙ্গল বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, বিটিআরআই উচ্চ বিদ্যালয় ও কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৬৪ জন শিক্ষার্থীর মধ্য থেকে বিজয়ী হয় ১৭ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক রতন ব্যানার্জী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শামীম আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
ভাষাবিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ বিভাগীয় পর্ব সিলেট বিভাগ এর পরীক্ষা পরিচালনা করেন বিভাগীয় প্রতিনিধি ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠিত আন্তর্জাতিক লিঙ্গুয়েস্টিকস অলিম্পিয়াড এর আওতায় পরীক্ষা সমন্বয় করেন সিলেট বিভাগীয় সমন্বয়ক জুয়েল আরেফীন, মো. ফয়সাল (কক্সবাজার), মো. ইমতিয়াজ (নরসিংদী), মো. নাজিম (কিশোরগঞ্জ) ও জয়ন্ত কুমার (খুলনা)।
































































