ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার বিরুদ্ধে প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার বিরুদ্ধে প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ

0
305
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে ব্রেন্টন টারান্ট নামের এক সন্ত্রাসী কর্তৃক বর্বোরোচিত হামলায় নিরপরাধ ৪৯ জন নিহত এবং ৪৮জন আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।

এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসিচব হেমন্ত আই কোড়াইয়া এ নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, এঘটনা ন্যাক্কারজনক, জঘন্য ও বর্বরোচিত, কোন বিবেকবান মানুষের পক্ষে তা মেনে নেয়া সম্ভব নয়। এঘটনা মানব সভ্যতাকে কলংকিত করেছে। এ মর্মান্তিক ঘটনা আমরা কোনভাবে মেনে নিতে পারি না। মানব সভ্যতা ও মানবজাতির জন্য এ ধরনের প্রতিহিংসামূলক মনোভাব ও দৃষ্টিভঙ্গি এক অশনিসংকেত। দুর্ভাগা ও নিরপরাধ যে সকল ভাই-বোন এ বেদনাদায়ক ঘটনায় প্রাণ হাঁরিয়েছেন তাঁদের ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি এবং তাদের আত্মার মঙ্গল কামনা করছি। একই সাথে যাঁরা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।

নেতৃবৃন্দ নিহত এবং আহতদের আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এবং সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বনেতৃবৃন্দ ও বিশ্ববিবেককে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন।