শিরোনাম :
জমি বিক্রয় সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, সমিতির মালিকানাধীন পাগাড় প্রকল্প-২ যার ঠিকানা- হোল্ডিং নং-কবি জসিমউদ্দিন রোড, পাগাড়, টঙ্গী, গাজীপুর-এ ১৬.৫০ শতাংশ জমি বিক্রি হবে। জমির তফসিল: মৌজা-পাগাড়, থানা-টঙ্গী, জেলা-গাজীপুর, খতিয়ান নং-এসএ-৯৭, আর এস-১৩৬, দাগ নং-সিএস ও এস এ ৩৯০, আরএস-৯০৫, মোট জমির পরিমান-১৬.৫০ শতাংশ।
প্রকৃত ক্রেতাকে সমিতির রিয়েল এষ্টেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করার বিনীত অনুরোধ জানাচ্ছি।
উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।