শিরোনাম :
বাংলাদেশ বর্তমানে উন্নয়নের প্রতীক: বাংলাদেস্থ কোইকা প্রধান
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এর বাংলাদেশ প্রধান হিউন কোই জো ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ও উর্ধ্বতন কর্মীদের সাথে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ঢাকা ক্রেডিটের বিভিন্ন ইস্যুতে কোইকা একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
এ সময় হিউন কোই জো বলেন, ‘বাংলাদেশ বর্তমানে উন্নয়নের প্রতীক। ঢাকা ক্রেডিটও বিভিন্ন ধরণের ভাল কাজ করে যাচ্ছে। আমি কোইকার মাধ্যমে ঢাকা ক্রেডিটের বিভিন্ন ইস্যুতে সহযোগিতা করতে চাই। আমরা বাংলাদেশে যুব সমাজের জন্য কাজ করছি। কোইকা বেকার যবুকদের সাহায্য করতে চায়, যেন তারা কর্মদ্যোগী হয়। আমরা যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে ব্যবসায়মুখী করতে চাই।’
এ সময় প্রেসিডেন্ট বাবু মার্কুজ বলেন, ‘ঢাকা ক্রেডিট স্বল্প সুদে ঋণ প্রদান করে সমাজের উন্নয়ন করে যাচ্ছে। ব্যাংক ঋণের অধিক সুদের হার এবং বিভিন্ন ঝামেলার চেয়ে ঢাকা ক্রেডিটের ঋণ সুবিধা অনেক বেশি, তাই ব্যবসায়সহ সকল ক্ষেত্রে ঢাকা ক্রেডিটের ঋণ সুবিধার ঝুঁকি কম। যুবাদের জন্যও ঢাকা ক্রেডিট বিশেষ নজর রাখছে। বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প দ্বারা যুবাদের প্রশিক্ষণ ও ঋণ দিয়ে স্বাবলম্বী করে যাচ্ছে ঢাকা ক্রেডিট।’
বিশেষ করে ব্যাবসায়িক ঋণ, উচ্চ শিক্ষা সাপোর্ট ঋণ, গাড়ি চালনার প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের বিষয় তিনি তুলে ধরেন।

‘ঢাকা ক্রেডিট শুধু ৪০ হাজার সদস্যদের জন্য কাজ করে কিনা’ হিউন কোই জো-এর এই প্রশ্নের জাবাবে প্রেসিডেন্ট বাবু মার্কুজ বলেন, ‘ঢাকা ক্রেডিট বর্তমানে ৪০ হাজার সদস্যের বাইরে কাজ করছে। বিভিন্ন ধরণের প্রশিক্ষণ, ইংরেজি শিক্ষা কোর্স, আইইএলটিএস, সমবায় বাজার, ক্রেডিট ইউনিয়ন স্কুল, ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারসহ নানা প্রকল্পের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সেবা গ্রহণ করছে। ঢাকা ক্রেডিট আরেকটি মেগা প্রকল্প ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার কাজ হাতে নিয়েছে। এর মাধ্যমে যুব সমাজের বিরাট অংশের কর্মসংস্থান সৃষ্টি হবে।’
আলোচনায় আরো অংশ নেয় কোইকার এডুকেশন এন্ড ইনোভেশন প্রোগ্রাম ম্যানেজার মিন্সেও জু, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সিইও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজ, ঢাকা ক্রেডিটের সিইও লিন্টু সি. গমেজ, এসিইও লিটন টি. রোজারিও, সিও সুদান গাইন, সিও জোনাস গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়াসহ আরো অনেকে।
আলোচনা সভায় কোইকা ঢাকা ক্রেডিটের সাথে যুবাদের উন্নয়নের জন্য কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।

































































