ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ০২ জানুয়ারী ২০২৫
বাংলা : ১৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মাটির ঘরে আশ্রয় নিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন সেক্রেটারি রবীন রোজারিও

মাটির ঘরে আশ্রয় নিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন সেক্রেটারি রবীন রোজারিও

0
1762

শ্রদ্ধাঞ্জলি ও ভালবাসায় মাটির ঘরে আশ্রয় নিলেন স্যার রবীন রোজারিও।

২৬ মার্চ, সকালে তেজগাঁও ধর্মপল্লীতে অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর ঢাকা ক্রেডিটের প্রাক্তণ সেক্রেটারি স্যার রবীন রোজারিওকে সমাধিস্থ করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ অর্পন করেন ঢাকার অবসরপ্রাপ্ত সহকারী বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি। তাঁকে সহযোগিতা করেন রবীন রোজারিওর ভাই ফাদার তপন রোজারিও, ফাদার প্রশান্ত রিবেরু, ফাদার রিপন গমেজসহ আরো অনেকে।

খ্রিষ্টযাগ শেষে স্যার রবীন রোজারিওর প্রতি বিভিন্ন সংগঠন, অঙ্গসংগঠন ও নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ঢাকা ক্রেডিটের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, রূপন পিউরীফিকেশন, আগস্টিন প্রতাপ গমেজ, আলবার্ট আশিষ বিশ্বাস, আনন্দ ফিলিপ পালমা, পাপিয়া রিবেরু, ক্রেডিট কমিটির সদস্য ডমিনিক রঞ্জন গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য স্টেলা হাজরাসহ আরো অনেকে।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষে প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়ার নেতৃত্বে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

২৩ মার্চ, সকাল পৌনে ৮টায় গুলশান কিউর হাসপাতালে অসুস্থতা জনিত কারণে স্যার রবীন রোজারিও মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। জন্ম সূত্রে তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ থানার দড়িপাড়া গ্রামের অধিবাসী।

পেশাগত জীবনে তিনি ছিলেন একজন সুনামধন্য শিক্ষক। শিক্ষক হিসেবে লক্ষ¥ীবাজার সেন্ট গ্রেগরী হাইস্কুল, সেন্ট সিলভেস্টার টিউটোরিয়াল (প্রতিষ্ঠাতা), নাগরী সেন্ট নিকোলাস হাইস্কুলে সেবাদান করেন। এছাড়া তিনি তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রাক্তন সেক্রেটারি, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর প্রাক্তন ডিরেক্টর হিসেবে সেবা দিয়েছেন।

এছাড়া একজন সমাজ সেবক হিসেব তার যথেষ্ঠ সুনাম রয়েছে।