শিরোনাম :
চাটমোহরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
মঙ্গলবার ভোরে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনি ও মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়। স্মৃতিফলকে উপজেলা প্রশাসন ছাড়াও শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন।
পরে সকাল ৮টায় বালুচর খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সরকারি,আধা-সরকারি, বেসরকারি,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ডিসপ্লে ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন পাবনা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.মকবুল হোসেন,উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা,উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, থানার ওসি( প্রশাসন) শেখ মো. নাসীর উদ্দিন।
পরে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কুচকাওয়াজে পুলিশ, আনসার ভিডিপি,ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়।