ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
বাংলা : ১৪ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

0
498

যথাযথ মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধা সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯।

জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে ৩১ বার তোপধ্বরি মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকাল ৮ টায় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান সাতক্ষীরা স্টেডিয়ামে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

 

এরপর সকাল ৮টা ১৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতাবৃন্দ। পরে পুলিশ বিএনসিসিসহ বিভিন্ন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ৩৪ টি দল দৃষ্টিনন্দন মার্চপাস্ট, শরীর চর্চা প্রর্দশনী ও ডিসপ্লে প্রদর্শন করে। পরে পুরুষ্কার বিতরন করা হয়।

এ ছাড়া সাতক্ষীরা স্টেডিয়ামে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

তাছাড়া শহীদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারতসহ অন্যান্য শহীদ মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত করা হয়।

দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়॥