শিরোনাম :
৯ গুণী ব্যক্তিকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান: চট্টগ্রাম
৯ গুণী ব্যক্তিকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান করলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
স্বাধীনতা আন্দোলন, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চট্টগ্রামের ৯ গুণী ব্যক্তিকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
মঙ্গলবার (২৬মার্চ) নগরীর থিয়েটার ইনস্টিটিউটে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গুণী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের হাতে পদক তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সম্মাননা পদকপ্রাপ্তরা হলেন স্বাধীনতা আন্দোলনে অধ্যাপক এসএম আবু তাহের রিজভী (মরণোত্তর), শিক্ষা ক্ষেত্রে মোহাম্মদ মনজুর আলম, চিকিৎসায় ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী, ক্রীড়ায় মীর্জা সালমান ইস্পাহানি, সমাজসেবায় গোলাম মোস্তাফা কাঞ্চন, সংগীতে অশোক সেন গুপ্ত (মরণোত্তর), সাংস্কৃতিক সংগঠক রণজিৎ রক্ষিত (মরণোত্তর), সাংবাদিকতায় আবু তাহের মুহাম্মদ, মুক্তিযুদ্ধে আবদুল কাদের মাস্টার (মরণোত্তর)। অধ্যাপক এসএম আবু তাহের রিজভীর পক্ষে মেয়ের জামাতা শামসুর রহমান, মোহাম্মদ মনজুর আলমের পক্ষে তার ছেলে সাইফুল আলম, ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর পক্ষে ডাক্তার শাহাজাদা সৈয়দ হোসেন, মীর্জা সালমান ইস্পাহানির পক্ষে মিনহাজ উদ্দিন আহমদ, অশোক সেন গুপ্তর পক্ষে তার স্ত্রী রত্নাসেন, আবদুল কাদের মাস্টার, রণজিৎ রক্ষিতের পক্ষে তাদের প্রতিনিধি এবং গোলাম মোস্তাফা কাঞ্চন ও আবু তাহের মুহাম্মদ নিজেই পদক গ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা। অনুষ্ঠানে সিটি মেয়র ছাড়াও অন্যান্যের মধ্যে চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী এবং পদক গ্রহণ করে অনুভুতি প্রকাশ করেন রাজনীতিবিদ গোলাম মোস্তফা কাঞ্চন, সাংবাদিক আবু তাহের মুহাম্মদসহ আরো অনেকে। বক্তব্যে তাঁরা বলেন, চট্টগ্রামে এ উদ্যোগ নেয়া এবং তাঁদের স্বীকৃতি ও সম্মানিত করায় তাঁরা অত্যন্ত গর্বিত। পদকপ্রাপ্তরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বক্তারা আরো বলেন, এ পদক ও সম্মাননা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।
চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া স্বাগত বক্তব্য দেন।
এদিন মেয়র স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, লোকসংগীত ও দেশের গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে নগরীর বাকলিয়াস্থ সিটি কর্পোরেশন স্টেডিয়ামে সকাল ৮ টায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গাইড, স্কাউট, রোভার, রেঞ্জার, কাব এবং ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে স্কুল-কলেজের গাইড, স্কাউট, রোভার, রেঞ্জার, কাব এবং ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন সিটি মেয়র।