ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সেন্ট রীটাস হাইস্কুলে আন্ত:স্কুল বিজ্ঞানমেলা, বির্তক ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

সেন্ট রীটাস হাইস্কুলে আন্ত:স্কুল বিজ্ঞানমেলা, বির্তক ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

0
450

পাবনা জেলার চাটমোহর উপজেলার সেন্ট রীটাস হাইস্কুলে আন্ত:স্কুল বিজ্ঞানমেলা এবং বির্তক, সাহিত্য,ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন ও কারিতাসের এফওয়াইটিপি প্রকল্পের যৌথ আয়োজনে ২৮ মার্চ (বৃহস্পতিবার) এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট ও রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব মো.মকবুল হোসেন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার জনাব সরকার অসীম কুমার,রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি ফাদার পল গমেজ,সেন্ট রীটাস হাইস্কুলের সভাপতি ফাদার দিলীপ এস কস্তা,কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের আলোঘর প্রকল্পের রিজিওনাল ম্যানেজার দীপক এক্কা।এছাড়া ও অভিভাবক,শিক্ষক, কারিতাস প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় নাটোর জেলার বনপাড়ার সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ, জোনাইলের সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়,নাটোরের মরিয়ম হাইস্কুল এবং পাবনা জেলার চাটমোহরের সেন্ট রীটাস হাইস্কুল ও ফৈলজানার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার জুনিয়র হাইস্কুলসহ মোট ৮৯ জন প্রতিযোগী ১৪টি ইভেন্টে অংশগ্রহণ করে।

বিভিন্ন ইভেন্টের মধ্যে কৃষি,জীব,রসায়ন,পদার্থ,ভূগোল ও পরিবেশ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং চারু ও কারুশিল্পের স্টল প্রর্দশনী এবং একক সংগীত, দলীয় নৃত্য,কবিতা আবৃত্তি,উপস্থিত বক্তৃতা,ধারাবাহিক গল্প বলা,একক অভিনয় ও বির্তক প্রতিযোগীতা ছিল উল্লেখযোগ্য।

পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।