শিরোনাম :
বিশ্ব স্বাস্থ্য দিবসে খাগড়াছড়িতে হেলথ ক্যাম্প সেবার উদ্বোধন
নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস।
৭ এপ্রিল সকাল ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে খাগড়াছড়ির মুক্তমঞ্চে হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ইদ্রিস মিঞা, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সারোয়ার মাহবুব, সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব, সমাজ সেবার উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডা. জয়া চাকমা, সনাক প্রতিনিধি সাংবাদিক জহুরুল আলম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা প্রমুখ।