ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাতক্ষীরার তালায় খ্রিষ্টান চার্চে আগুন

সাতক্ষীরার তালায় খ্রিষ্টান চার্চে আগুন

0
460

সাতক্ষীরা তালা উপজেলার মহান্দি গ্রামে এজি চার্চে আগুন লেগে চারটি ঘর ভস্মীভূত হয়েছে।

এতে কোনো প্রাণহানী ঘটনার খবর পাওয়া যায়নি। তবে চার্চের মূল্যবান কাগজপত্রসহ অন্যান্য জিনিস পুড়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গ্রামবাসী আগুন নিভিয়ে ফেলে। এরই মধ্যে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিস-এর একটি দল ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।

স্থানীয় চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।’

চার্চের পালক অনাদি মোহন বলেন, ‘গভীর রাতে সবাই যখন ঘুমে অচেতন তখনই এ ঘটনা ঘটে। মুহূর্তেই টিন সেটের চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৮টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, কয়েকটি সিলিং ফ্যান এবং ২৩৩ জন শিশুর জন্য রাখা শিক্ষা উপকরণ ব্যাগ, খাতা, খাবার ও স্বাস্থ্য সেবার যাবতীয় উপকরণ পুড়ে ছাই হয়ে যায়।’

মহান্দি এজি মিশন নামে এই খ্রিষ্টান চার্চটি ১২ বছর আগে প্রতিষ্ঠিত হয়। এখানে রক্ষিত সব ডকুমেন্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে কিছু খ্রিষ্টান সদস্যের সাথে চার্চের মতবিরোধ চলছিল, তারাও এ ঘটনা ঘাটাতে পারে।’ উল্লেখ করেন পালক অনাদি।

এ ঘটনা তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পালক অনাদি মোহন॥