ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ইস্টার সানডের দিন শ্রীলংকায় বোমা হামলা করে হতাহতের ঘটনার প্রতিবাদ ও নিন্দা

ইস্টার সানডের দিন শ্রীলংকায় বোমা হামলা করে হতাহতের ঘটনার প্রতিবাদ ও নিন্দা

0
404
শ্রীলংকায় বোমা হামলার পর কলম্বোর সেন্ট অ্যান্টনি গির্জার ভেতরে প্রথম ছবিগুলো প্রকাশিত হতে শুরু করেছে। শহরের উপকণ্ঠে এটি খুবই জনপ্রিয় এক গির্জা। ছবি: রয়টার্স

২১ এপ্রিল পবিত্র ইস্টার সানডের দিন শ্রীলংকায় তিনটি গির্জা এবং তিনটি হোটেলে সিরিজ বোমাহামলা করে ২৯০ জন নিরপরাধ-নিরীহ মানুষকে হত্যা এবং চারশতাধিক মানুষকে আহত করার ঘটনায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।

এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এই প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা এই জঘন্য, নিষ্ঠুর এবং পাশবিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করে বলেছেন, এই ঘটনা আমরা কোনভাবেই মেনে নিতে পারিনা। ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এই নিষ্ঠুরতা ও বর্বরতাকে। কেবলমাত্র ধর্ম বিশ্বাস, জাতি ও বর্ণভেদের কারণে এভাবে মানুষকে হত্যা করা যায় না। আর তা চলতে থাকলে মানবতা বিপন্ন হবে, তাতে কোন সন্দেহ নেই। গত মাসে নিউজিল্যান্ডের ক্রাইষ্ট চার্চ শহরে মসজিদে হামলা এবং গতকাল শ্রীলংকায় গির্জায় হামলা অত্যন্ত নিন্দনীয়, অনাকাংখিত ও অগ্রহণযোগ্য। এ ধরণের ঘটনা বিশ্বভাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির অন্তরায়। যা কোনভাবেই কাম্য হতে পারে না। আমরা শ্রীলংকার জনগণ ও সরকারের সাথে সংহতি প্রকাশ করছি এবং সরকারকে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গহণের আহ্বান জানাচ্ছি। আমরা নিহতদের আত্মার মঙ্গল কামনা করছি এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিহত এবং আহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এ ঘটনার প্রতিবাদে আগামী ২৬ এপ্রিল, ২০১৯, শুক্রবার, সকাল সাড়ে ১০ ঘটিকায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকার শাহবাগস্থ জাতীয় যাদুঘরের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধন ও সমাবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।