শিরোনাম :
হলের সামনের দোকানেই মিলছে মাদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদারবখশ হলের সামনের দোকানে মাদকদ্রব্য বিক্রির দায়ে ছেলেকে না পেয়ে বাবাকে আটক করে নিয়ে গেছে পুলিশ।
হলের সামনে ‘ভাই-ভাই স্টোর’ নামক ওই দোকানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও পুলিশের অভিযানে দোকান থেকে পুটলি ভরা গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের পর পারভেজ (২৭) পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার বাবা নুরুল ইসলাম বাচ্চুকে (৬০) আটক করা হয়। আটক বাচ্চু বিশ্ববিদ্যালয়ের কর্মচারী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অনেকদিন ধরেই গাঁজা বিক্রি করার অভিযোগ ভাই-ভাই স্টোরের বিরুদ্ধে। গাঁজা খাওয়ার জন্য অনেকে এখানে প্রতিনিয়ত যাতায়াত করে। আজকে প্রক্টরসহ পুলিশ এসে অভিযান চালায়। এ সময় দোকানদার পারভেজ পালিয়ে গেলেও তার বাবাকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, মাদারবখশ হলের সামনে গাঁজা বিক্রি করা হয় এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। তখন একজনকে আটক করা হয়। বাবা-ছেলে মিলেই গাঁজা বিক্রি করতো এখানে। ছেলেকে আটকের চেষ্টা চলছে।