শিরোনাম :
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শকের ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল পরিদর্শন
নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল পরিদর্শনে আসেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মীর আশরাফ আলী।
২৯ এপ্রিল উপ-পরিদর্শক বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় স্কুল কমিটির আহ্বায়ক ও ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর জন নীলু চাম্বুগং, সিও সুদান গাইন, সিও সুইটি পিউরীফিকেশন, প্রিন্সিপাল আনন্দ চৌধুরী উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপ-পরিদর্শক মীর আশরাফ আলী স্কুল ভবনটি ঘুরে দেখেন এবং বিভিন্ন শ্রেণি কক্ষে পাঠদান পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে স্কুলের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘আপনাদের স্কুলটি শিক্ষাদানের জন্য উপযুক্ত। সরকারী পাঠদান অনুমোদন নেওয়ার জন্য যা যা প্রয়োজন, তা আমার পক্ষ থেকে করবো। অনুমোদনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন, তা আপনারা অতিশিঘ্রই জমা দিবেন।’
দীর্ঘদিন ধরে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। উক্ত স্কুল থেকে সরাসরি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকারী অনুমোদন নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্কুলের প্রিন্সিপাল আনন্দ চৌধুরী জানান, আশা করছি দ্রুতই আমরা স্কুলের সরকারী রেজিস্ট্রেশন করতে পারবো। এতে স্কুলের গতিশীলতা আরো বাড়বে।