শিরোনাম :
ঢাকা ক্রেডিটের উর্ধ্বতন কর্মীদের মাসিক সভা
৮ মে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের উর্ধ্বতন কর্মীদের মাসিক সভা। ঢাকা ক্রেডিটের সিইও লিন্টু সি. গমেজের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। তাকে সহায়তা করেন এসিইও লিটন টি. রোজারিও।
সভায় ঢাকা ক্রেডিটের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমিতির বিভিন্ন সেবা কীভাবে সদস্যদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এসব বিষয় গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
সদস্যদের সর্বোচ্চ সেবাদানের লক্ষে সিইও সবাইকে সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন। তিনি অন্যান্য অংশগ্রহণকারীর মতামতকেও প্রাধ্যান্য দেন। তিনি বলেন, সদস্যসেবা সবার যৌথ প্রচেষ্টার ফল।
সভায় আরো উপস্থিত ছিলেন সমিতির সিও সুদান গাইন, জোনাস গমেজ, সুইটি ফিউরীফিকেশনসহ সমিতির ১১টি সেবাসেন্টা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ম্যানেজার-ইনচার্জ প্রমুখ।
উল্লেখ্য ঢাকা ক্রেডিটের সার্বিক উন্নয়ন, কর্মী দক্ষতা যাচাই ও বৃদ্ধি, সমিতির প্রবৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে প্রতি মাসে এই সভা অনুষ্ঠিত হয়ে থাকে।