শিরোনাম :
সিলেটে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের আহ্বান
হাওরের উৎপাদিত ধান সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করার আহ্বান এবং ফসল রক্ষা বাঁধ পানিতে তলিয়ে যাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন।’
শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে তারা।
কর্মসূচিতে বক্তারা বলেন, জেলায় মোটামুটি ভালো ফলন হলেও হাওরের কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। পানির দরে কৃষকরা ধান বিক্রি করছেন। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাওরের ফসলের উৎপাদিত অর্ধেক সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করার দাবি জানান তারা। এছাড়া হাওরের ফসল রক্ষা বাঁধ পানিতে তলিয়ে যাওয়ার সমালোচনা করেন বক্তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সংগঠনের সহ-সভাপতি আবু সুফিয়ান, কমিউনিস্ট পার্টিও সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার প্রমুখ।