ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির শপথগ্রহণ অনুষ্ঠান

মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির শপথগ্রহণ অনুষ্ঠান

0
998

গাজীপুরের কালীগঞ্জ থানার মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র নব-নির্বাচিত ২১জন কার্যকরী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয় মঠবাড়ী ধর্মপল্লীর পালকীয় সেবা কেন্দ্রে।

শুক্রবার (১০ মে) দুপুর সাড়ে ১১টায় সমিতির নিজস্ব ভবনে নব-নির্বাচিত চেয়ারম্যান সুরেন রির্চাড গমেজের কাছে প্রাক্তন চেয়ারম্যান রবার্ট পংকজ গমেজ দায়িত্ব হস্তান্তর করেন। বিকাল ৪টায় মঠবাড়ী ধর্মপল্লীর পালকীয় সেবা কেন্দ্রে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সমিতির প্রাক্তন চেয়ারম্যান রবার্ট পংকজ গমেজের সভাপতিত্বে উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন কাক্কোর প্রেসিডেন্ট নির্মল রোজারিও।
ফাদার জেরী গমেজ এসজে শপথ বাক্যপাঠ করান ২১ জন নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যকে।

সভাপতি রবার্ট পংকজ গমেজ বলেন, ‘যে ক্রেডিট ইউনিয়নে সততা, জবাবদিহিতা থাকে, সেই ক্রেডিট ইউনিয়ন কোনো দিনই ধ্বংস হবে না। কোনো ব্যক্তিকে নয়, প্রতিষ্ঠানকে ভালোবাসুন।’

তিনি আরো বলেন, ৩০জন সদস্য, চারজন কর্মী, ৯৯,০০০ টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু হয়েছিল, কিন্তু আজ এর ৫৫০ জন সদস্য, মূলধনের পরিমাণ হয়েছে ৮৫ কোটি টাকা। যা সম্ভব হয়েছে প্রত্যেক সদস্য, কর্ম ও কর্মকর্তার অক্লান্ত পরিশ্রমের ও সততার দ্বারা।

তিনি বলেন, এই সমিতির স্বপ্নদ্রষ্টা ডেভিড রোজারিও (ভাইস- চেয়ারম্যান), যার স্বপ্ন ছিল ব্যবসাকেন্দ্রিক সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলা। স্বপ্নদ্রষ্টার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়ন হতে চলছে।

 

প্রধান অতিথি নির্মল রোজারিও বলেন, যারা সমবায় সমিতিতে কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয় তাদের প্রত্যেকের সমবায় আইন, বিধি, ধারা এবং সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য সমন্ধে অরিয়েন্টশন প্রদান করতে হবে। যেন তারা সমবায় সমিতিকে জানতে ও জনগণের জন্য উন্নয়ন করতে পারে।

‘সমিতির নাম ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারে কিন্তু এর উন্নয়ন কার্যক্রম অনেক বৃহৎ’ বলেন প্রধান অতিথি নির্মল রোজারিও।

তিনি নতুন কার্যকরি পরিষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য সার্বিক সাহায্য প্রদানের কথা বলেন এবং বিগত কার্যকরি পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করেন।

বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা বলেন, যিনি এই সমিতির স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। এই সমিতির প্রকল্পগুলো ভিন্নধর্মী এবং ঝুঁকি কম। বর্তমান কার্যকরি পরিষদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন সম্ভব।

তিনি আরো বলেন, প্রাক্তন চেয়াম্যান সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য যে কাজ করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার এবং তিনি পুরস্কার পাবার যোগ্য।

বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের মেগা প্রকল্প মঠাবাড়ীর কুচিলাবাড়ীতে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল প্রকল্প সম্পন্ন করার জন্য সহযোগিতা কামনা করেন।

ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর ও মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র প্রতিষ্ঠাতা জয়েন সেক্রেটারি উইলসন রিবেরু, দিনাজপুর হাউজিং সমিতির প্রেসিডেন্ট মোশী মন্ডল, বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনাতোষ কোড়াইয়াসহ বক্তরা সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। নতুন কার্যকরি পরিষদকে অভিনন্দন ও বিগত বোর্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য অন্তর মানখিনসহ স্থানীয় বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত সমিতির কর্মকর্তা ও সদস্যগণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির প্রাক্তন জয়েন সেক্রেটারি সোহেল রোজারিও।

মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ২০১২ সালে ১ জুন যাত্রা শুরু করে। ২০১৮ সালে রবার্ট পংকজ গমেজের নেতৃত্বে গাজীপুর জেলার শ্রেষ্ঠ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি হিসেবে সম্মাননা লাভ করে।