ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তথাকথিত সাংবাদিক ও কবি পরিচয়দানকারী হেনরী স্বপনকে গ্রেফতার: বরিশাল

তথাকথিত সাংবাদিক ও কবি পরিচয়দানকারী হেনরী স্বপনকে গ্রেফতার: বরিশাল

0
536

বরিশালের তথাকথিত পরিচয়দানকারী সাংবাদিক ও কবি হেনরী স্বপনকে চার্চের বিরুদ্ধে কটুক্তি এবং খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশুকে অবমাননা করায় আইসিটি মামলায় পুলিশ গ্রেফতার করেছে।

১৪ মে বেলা দুইটার দিকে কবির নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। সকাল ১১টার দিকে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন বরিশাল কাথলিক বিশপ হাউজের হাউজ সুপিরিয়র ফাদার লাকাভিয়ের গমেজ।

তিনি মামলায় উল্লেখ করেন, ‘আসামী হেনরী স্বপন (৪৮) যিনি কাথলিক ধর্মীয় চার্চ ও মুসলিম হুজুর সম্পর্কে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রকাশ করছেন, আমাদের যিশু সম্পর্কে অসত্য তথ্য প্রকাশ করছেন। বিশপ, ফাদার, সিস্টারদের বিরুদ্ধে অসত্য মিথ্যা তথ্যসম্বলিত ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাতমূলক লেখা তার নিজ ফেসবুক আইডিতে দীর্ঘদিন ধরে পোস্ট দিয়ে আসছেন।’

ফাদার লাকাভিয়ের এজাহারে আরো উল্লেখ করেন, ‘মিথ্যা ভিত্তিহীন প্রচার করাতে বরিশাল তথা বাংলাদেশ খ্রিষ্টান সম্প্রদায়ের খ্রিষ্টভক্তগণ ও খ্রিষ্টান যাজকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং খ্রিষ্টানধর্মাবলম্বীদের মনে চরমভাবে আঘাত হেনেছে।’

ফাদার লাকাভিয়ের এজাহারে উল্লেখ করেন, ‘১ নং আসামী ১৯/৫/২০১৭ ইং তারিখে তার ফেসবুকে পোষ্ট করেন, ‘কম কয়সী ফাদার ব্রাদারদের সমন্বয়ে চার্চের উদ্যোগে যুব সেমিনার আয়োজন করে, আমাদের কোমলমতি যুবতিদের বলাৎকার করা হয়। বিষয়টি কোরান শিক্ষার নামে মসজিদে মেয়েদের এনে হুজুরেরা যেভাবে পুলকিত হন। উভয়ই একই সংস্করনের উদ্যোগ’ এবং ৩/৭/২০১৭ ইং তারিখে পোষ্ট করেন, ‘বিশপ সুব্রত হচ্ছেন কলুর বলদ! পুরোহিত মাইকেল এটি দিয়েই অন্যের পাকাধানে মই দেন’ ও বিগত ১২/১২/২০১৭ ইং তারিখে আরও লেখেন যে ‘যিশুর সঙ্গে হাঁটতে হাঁটতে সদর রোড এসে গেছি। তখন যিশুরকে প্রশ্ন করলাম আপনার চার্চের ভেতর কি হয় আজকাল? উত্তরে যিশু বললেন, বিশপের মতো বনোওল! আর পাদ্রির মতো ঘেঁচুকচু চাষ হয়। একথা শুনে আমি এতক্ষণ হাসলাম”।

বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সংগ্রামী মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া এ বিষয়ে বলেন, ‘কবি হেনরী স্বপন চার্চের বিরুদ্ধে যা বলেছে, তা মিথ্যা এবং বানোয়াট। চার্চ যুবাদের বিভিন্ন গঠনমূলক সেমিনারের আয়োজন করে থাকে, যুবতীদের বলাৎকার করে না। এর কোনো প্রমাণও নেই। চার্চের ধর্মগুরুর বিরুদ্ধে আপত্তিকর এই মন্তব্য করার জন্য বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।’

বরিশালের গৌরনদী ধর্মপল্লীর সন্তান (বর্তমানে শোলপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত) ফাদার বিপুল ডেভিড দাস মুঠোফোনে ডিসিনিউজকে জানান, ‘হেনরী স্বপনের কিছু পারিবারিক সমস্যা ছিল অনেক আগে থেকেই। স্বপনের স্ত্রীকে অর্থ আত্মসাতের কারণে চাকরী থেকে বরখাস্ত হওয়ার কারণে বিশপ সুব্রত হাওলাদেরর সহযোগিতা কামনা করেন। এ ছাড়া মিশনের জমির পাশে সে রাস্তার দাবি করে ছিল বিশপের নিকট। স্বপনের স্বার্থসিদ্ধি হয়নি, তাই ফেইসবুকে বিশপ-ফাদার-সিস্টাদের বিরুদ্ধে নানা মিথ্যা ও আপত্তিকর কথা লিখেছেন। এ কখনোই কাম্য নয়।’

উল্লেখ্য, হেনরি স্বপন দীর্ঘদিন ধরে ফেইসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে বলে সূত্রজানায়। বরিশালের অনেকেই জানায়, তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও, আদতে তিনি সাংবাদিক কিনা কেউ জানে না। এ ছাড়াও তিনি নিজেকে কবি হিসেবে পরিচয় দেন। হেনরী স্বপনের বিভিন্ন মিথ্যে, উসকানী ও যৌনসুড়সূড়িমূলক পোস্ট খ্রিষ্টান সমাজসহ যুবদের মধ্যে হিংসা-বিদ্বেষ ও বিভ্রান্তি ছড়ায় বলে নাম না জানানোর শর্তে অনেকেই মন্তব্য করেন।