ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

0
570

সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের ডাকে ২৫ মে দেশের বিভিন্ন স্থানে খন্ড খন্ড সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি ২৫ মে সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এদিন বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের জাতীয় সমন্বয় কমিটিভুক্ত ২৩ সংগঠন এর সাথে সংহতি জানায়।

সমাবেশে সংখ্যালঘু নেতৃবৃন্দ পঞ্চগড় কারাগারে আটকাবস্থায় অ্যাডভোকেট পলাশ রায়কে হত্যা, নারী নেত্রী প্রিয়া সাহার পৈর্তৃক বাড়ি অগ্নিসংযোগে ধংসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা সংখ্যালঘু নির্যাতন-নিপীড়নের ক্রমবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এর অবসানে রাজনৈতিক ইশতেহার প্রদত্ত জিরো টলারেন্স নীতির অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকারে কাছে জোর দাবি জানান।

নেতৃবৃন্দ তিন জন বিশিষ্ট বুদ্ধিজীবি সুলতানা কামাল, শাহরিয়ার কবীর ও মুনতাসীর মামুনকে হত্যার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ধর্মীয় বক্তব্যের আড়ালে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্নের, দেশের বিশিষ্টজনদের নাম ধরে নানা মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য রেখে প্রতিনিয়ত হত্যার হুমকি দেয়, তারাই জাতীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসী ও জঙ্গীদের মদদদাতা ও পৃষ্ঠপোষক।

এদেরকে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে চিহ্নিত করে তথ্য প্রযু্িক্ত আইন ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।

বক্তারা সাংবাদিক প্রবীর সিকদার ও তার পরিবারকে হত্যা, নিগৃহনের ও দেশছাড়া করার জন্য যারা চক্রান্ত করছে তাদের খুঁজে বের করার জন্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান। এ সময় পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনের জন্যও সরকারের দৃষ্টিপাত করার জোর দাবি তোলেন।

সমাবেশ শেষে নেতৃবৃন্দও ও বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষে হেমন্ত আই. কোড়াইয়া বক্তব্য রাখেন। এ সময় তার নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন বিসিএ’র যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত হাজরা, বানানী বিসিএ শাখার আহ্বায়ক সেবাস্টিন বাড়ৈ, মোশী মন্ডল, ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সদস্য প্রত্যেশ রাংসা ও অন্তর মানখিন প্রমুখ।