ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মোহম্মদপুরে ঢাকা ক্রেডিটের সেবা বুথ উদ্বোধন ও শিক্ষা সেমিনার

মোহম্মদপুরে ঢাকা ক্রেডিটের সেবা বুথ উদ্বোধন ও শিক্ষা সেমিনার

0
344

প্রথমবারের মতো মোহম্মদপুরে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার। সেই সাথে মোহম্মদপুরে ঢাকা ক্রেডিটের সদস্যদের সুবিধার্থে উদ্বোধন করা হলো কালেকশন বুথ।

২৫ মে, সন্ধ্যা ৬টায় মোহম্মদপুর আজম রোডে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ সমিতির কার্যকরি পরিষদের সদস্যদের সাথে নিয়ে কালেকশন বুথের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে এলাকার সদস্যরা (ঢাকা ক্রেডিট) উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট গমেজ ফিতা কেটে বুথের উদ্বোধন করেন। রেভা. সুব্রত বাড়ৈ এ সময় সার্বিক মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় বিশপ সম্মিলনী (সিবিসিবি) সেন্টারে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।

সেমিনারে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। আরো বক্তব্য রাখেন সভাপতি শীরেন সিলভেষ্টার গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর আলবার্ট আশিষ বিশ্বাস, এসোসিয়েশনের মোহম্মদপুর শাখার সভাপতি আন্তন হালদার, যোসেফ মধু, রেভা. সুব্রত বাড়ৈ পাস্টর সুবাস চক্রবর্তীসহ আরো অনেকে।

সেমিনারে সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে সদস্যদের কাছে ঢাকা ক্রেডিটের প্রকল্প, প্রডাক্টসহ যাবতীয় বিষয় উপস্থাপন করেন। এরপর সদস্যরা মুক্তালোচনায় অংশ নেয়।

এ দিন আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, আগস্টিন প্রতাপ গমেজ, পাপিয়া রিবেরু, জন নীলু চাম্বুগং, আনন্দ ফিলিপ পালমা, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, সদস্য স্টেলা হাজরা ও পাঁপড়ী আরেং প্রমুখ।