ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড সেবাপক্ষ ২০১৯ উপলক্ষে বিভিন্ন সুবিধা প্রদান সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

সেবাপক্ষ ২০১৯ উপলক্ষে বিভিন্ন সুবিধা প্রদান সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

0
389

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ১-১৫ জুন, ২০১৯ খ্রিষ্টাব্দ সমিতির সেবাপক্ষ-২০১৯ উদ্যাপন করা হবে। সেবাপক্ষে এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুদূরপ্রসারী চিন্তা করবো, পরিকল্পিত ঋণ নিবো, খেলাপিমুক্ত সমাজ গড়বো।’ এ উপলক্ষে সদস্যদের নিম্নলিখিত সুবিধাসমূহ প্রদান করা হবে।

১। এককালীন সম্পূর্ণ ঋণ পরিশোধে ৫০% জরিমানা মওকুফ করা হবে।
২। এমআইসিআর চেক প্রদান সাপেক্ষে খেলাপি ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করলে ২৫% জরিমানা মওকুফ করা হবে।
৩। খেলাপি ঋণ পুনঃতফশীলঃ
(ক) এমআইসিআর চেক প্রদান সাপেক্ষে ঋণের সম্পূর্ণ সুদ প্রদান করে পুনঃতফশীল করলে ৫০% জরিমানা মওকুফ করা হবে।
(খ) এমআইসিআর চেক প্রদান সাপেক্ষে ঋণের অর্ধেক সুদ প্রদান করে পুনঃতফশীল করলে ২৫% জরিমানা মওকুফ করা হবে।
(গ) এমআইসিআর চেক প্রদান সাপেক্ষে ঋণ পুনঃতফশীল করার সুযোগ প্রদান করা হবে।
৪। খেলাপি ঋণের বকেয়া সুদ ও জরিমানা ফ্রিজ করে রেখে চলতি মাসের সুদ ও সদস্যদের সামর্থ্য অনুসারে কিস্তি প্রদান করার সুযোগ প্রদান করা হবে।
৫। রিলিজের ক্ষেত্রে শুধু মাত্র ঋণের অংশ নিয়ে রিলিজ করার সুযোগ প্রদান করা হবে।
৬। সমিতিতে যেকোনো সঞ্চয়ী প্রডাক্ট খোলা হলে উপহার প্রদান করা হবে।
৭। ১০ লক্ষ টাকা বা তদোর্ধ্ব টাকার দীর্ঘ মেয়াদি সঞ্চয়ী আমানত খোলা হলে ১ দিন ও ১ রাত বান্দুরা গেস্ট হাউজে/মঠবাড়ী রিসোর্টে বিনামূল্যে থাকার সুযোগ প্রদান করা হবে।
৮। আইইএলটিএস এবং স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তির জন্য বিনামূল্যে ভর্তি ফরম প্রদান এবং উপহার প্রদান করা হবে।

সমবায়ী শুভেচ্ছান্তে,

পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।