শিরোনাম :
বান্দুরা বহুমুখী প্রকল্প একটি সর্বজনীন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান
‘বান্দুরায় ঢাকা ক্রেডিটের বহুমুখী প্রকল্প হলো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটি সর্বজনীন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এই প্রকল্প থেকে সকল মানুষ সেবা নিতে পারবেন’ এক ইফতার অনুষ্ঠানে বলেন বক্তারা।
২৯ মে, সন্ধ্যা পৌনে ৭টায় বান্দুরায় ঢাকা ক্রেডিটের বহুমুখী প্রকল্পের অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যাংকের কর্মকর্তা, ম্যানেজার, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা অংশ নেয়।
ইফতার অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা ক্রেডিট জন্ম থেমে মৃত্যু পর্যন্ত মানুষের সেবা দিয়ে আসছে। সমিতির সদস্যসহ এখন সকল ধর্মের মানুষ ঢাকা ক্রেডিটের সেবা গ্রহণ করতে পারছে। বান্দুরায় যে বহুমুখী প্রকল্প রয়েছে, এখানে বিভিন্ন অফিসরুম ভাড়া, কমিউনিটি সেন্টার, কনফারেন্স হল, গেস্ট হাউজ সবকিছুই সকল ধর্মের মানুষ ব্যবহার করতে পারবে, যা অত্যন্ত আনন্দের বিষয়।

তারা বলেন, ঢাকা ক্রেডিট আরো বড় প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। গাজীপুর মঠবাড়ীতে ৩শ বেডের ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল ও কলেজ এবং নার্সিং ইনিস্টিটিউড প্রতিষ্ঠা করতে যাচ্ছে। যা সমবায়ের ইতিহাসের অংশ হয়ে থাকবে।
‘বান্দুরায় একটি আধুনিক কমিউনিটি সেন্টার, কনফারেন্স হল, গেস্ট হাউজের মতো অনেক কিছুই প্রয়োজন ছিল। ঢাকা ক্রেডিট প্রয়োজনের তাগিদ মিটিয়ে তা প্রতিষ্ঠা করে বান্দুরবাসীর পাশে দাঁড়িয়েছে। আশা করি, আগামীতেও ঢাকা ক্রেডিট এই এলাকায় আরো বড় ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে’ বলেন বক্তারা।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, ক্রেডিট কমিটির সদস্য ডমিনিক রঞ্জন গমেজ, প্রাক্তন ডিরেক্টর এলিয়াস পিন্টু কস্তা, বান্দুরা ইউনিয়ন পরিষদের মেম্বর ফ্রান্সিস গমেজ, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিন্টু সি. গমেজ ও সহকারী প্রধান নির্বাহী অফিসার লিটন টি. রোজারিওসহ আরো অনেকে।
































































