শিরোনাম :
ভাটারায় ঢাকা ক্রেডিটের ১৯তম কালেকশন বুথের উদ্বোধন
গুলশান এলাকার ভাটারা থানায় ঢাকা ক্রেডিটের ১৯তম কালেকশন বুথের উদ্বোধন করা হয়।
৪ জুন, বিকাল সাড়ে ৪টায় কালেকশন বুথের শুভ উদ্বোধন করেন টালিথাকুমী চার্চের বিশপ ফিলিপ অধিকারী ও ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য প্রত্যেশ রাংসা, অন্তর মানখিনসহ ঢাকা ক্রেডিটের উপদেষ্টাগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিক লরেন্স রোজারিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টালিথাকুমী চার্চের বিশপ ফিলিপ অধিকারী।
প্রধান অতিথি এবং ঢাকা ক্রেডিটের আধ্যাত্মিক উপদেষ্টা ফিলিপ অধিকারী শুভেচ্ছা বক্তব্যে বলেন, ঢাকা ক্রেডিটের কালেকশন বুথ ভাটারা এলাকায় হওয়ার কারণে আমাদের সময় ও অর্থের অপচয় অনেক কমে যাবে। ট্রাফিক জ্যাম সহ্য করে ভাটারা থেকে এখন আর নদ্দা-ফার্মগেট এলাকায় জমা দিতে যেতে হবে না।
প্রধান অতিথি ভাটারা এলাকায় কালেকশন বুথ উদ্বোধন করার জন্য ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা এবং কার্যকরি পরিষদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভাপতি মানিক লরেন্স বলেন, সাধারণ সদস্যদের হাতের নাগালে সেবা প্রদানের জন্য কালেকশন বুথের প্রয়োজন দেখা দিয়েছে। আপনাদের সহযোগিতার কারণে আজ এই কালেকশন বুথের উদ্বোধন সম্ভব হয়েছে।
সভাপতি উপস্থিত সকলকে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ এবং সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তার পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ঢাকা ক্রেডিটের উপদেষ্টা এলবার্ট রয় বলেন, ঢাকা ক্রেডিট যে সকল উন্নয়নমূলক কাজ করে, তা অন্যান্য সমিতি অনুসরণ করে। ভাটারাবাসীর অনেক দিনের আশা-আকাঙ্খা পূরণ হয়েছে বর্তমান বোর্ডের কর্মকর্তাদের মধ্য দিয়ে।
ঢাকা ক্রেডিটের উপদেষ্টা জাস্টিনা বিশ^াস বলেন, ভাটারা এলাকায় অনেক সদস্য থাকার কারণে বিশপ ফিলিপ অধিকারী ঢাকা ক্রেডিটের কাছে আবেদন জানিয়েছিলেন একটি কালেশন বুথের জন্য। আজ আমাদের স্বপ্নপূরণ হলো। বর্তমান প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজর সুচিন্তা ও বুদ্ধিমত্তার কারণে আজ ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
এ ছাড়া আরো বক্তব্য প্রদান করেন ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সদস্য প্রত্যেশ রাংসা, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা জর্জ বিশ^াস, পাস্টর জেমস আশীষ সরকার, রাজধানী খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতির প্রেসিডেন্ট জেমস কমল বাড়ৈ, সেক্রেটারি দিপক বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা (কমান্ডার) আর. কে. হালদার, রাজধানী সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট ডন অধিকারীসহ আরো অনেকে।