ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ১৪ জানুয়ারী ২০২৫
বাংলা : ১ মাঘ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাঙ্গামাটিয়া মিশন আন্তঃগ্রাম ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন রাঙ্গামাটিয়া পূর্ব পাড়া

রাঙ্গামাটিয়া মিশন আন্তঃগ্রাম ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন রাঙ্গামাটিয়া পূর্ব পাড়া

0
612

রাঙ্গামাটিয়া মিশন আন্তঃগ্রাম ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটিয়া পূর্বপাড়া।

৭ জুন, কাচারিবাগ মাঠে রাঙ্গামাটিয়া মিশন আন্তঃগ্রাম ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গামাটিয়া পূর্ব পাড়া ও ছোট সাতানী পাড়া ফাইনাল খেলায় মুখোমুখি হয়। রাঙ্গামাটিয়া পূর্ব পাড়া ১ গোলে ছোট সাতানী পাড়াকে হারিয়ে জয় লাভ করে।

‘ক্রীড়া হোক মাদক বন্ধের সর্বোত্তম হাতিয়ার’ শ্লোগান নিয়ে রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতি ৫ম বার রাঙ্গামাটিয়া মিশন আন্তঃগ্রাম ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ আয়োজন করে। রাঙ্গামাটিয়া মিশনের ৬টি ব্লকের অংগ্রহণে ১০ মে এই টুর্ণামেন্টের সূচনা হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির সভাপতি জুয়েল এল কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহত খোকন ভিনসেন্ট গমেজ, সহকারি-পুরোহিত আলফ্রেড গমেজ।

এছাড়ও উপস্থিত ছিলেন খ্রিষ্টান যোগাযোগ কেন্দ্রের পরিচালক ও সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু, রাঙ্গামাটিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিটের ভাইস-চেয়ারম্যান কাজল শিমন কস্তা, দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, তুমিলিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার আলী হায়দার, বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল গাফফার মোল্লা প্রমুখ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মাদকবিরোধী এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির ভাইস-প্রেসিডেন্ট কেনেট গমেজ সকলকে সার্বিক সহয়োগিতার জন্য ধন্যবাদ ও আগামিতে এমন আয়োজনের জন্য সহয়োগিতা চেয়ে উক্ত টুর্ণামেন্টের সমাপ্ত ঘোষণা করেন।