শিরোনাম :
ঘুমন্ত জ্ঞান জেগে ওঠে: শহীদ দৌলত ময়দানে বই মেলা
কক্সবাজার শহরের কেন্দ্রস্থল পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ৮ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। শনিবার এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
উদ্বোধনকালে তিনি বলেন, বই জ্ঞানের আধার। পৃথিবীর সকল জ্ঞান বইয়ের পাতায় ঘুমিয়ে থাকে। কোনো পাঠক যখন বইয়ের পাতা খোলে, তখন ঘুমন্ত জ্ঞান জেগে ওঠে, কথা বলতে শুরু করে পাঠকের সঙ্গে। জ্ঞানের আলো তখন পাঠককে আলোকিত করে। পাঠকের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্ব চরাচরে।
বইয়ের আলো কক্সবাজারে ছড়িয়ে দিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার (১৫ জুন) থেকে ২২ জুন পর্যন্ত বইমেলার আয়োজন করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাজাহান আলির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক, অতিরিক্ত সচিব আবদুর রাজ্জাক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর ও বই মেলা আয়োজক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট তাপস রক্ষিত প্রমখ।
এর আগে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন। বইমেলায় মোট ৩৮টি স্টল রয়েছে। এর মধ্যে কক্সবাজার সাহিত্য একাডেমি ছাড়া বাকি ৩৭টি ঢাকা ও চট্টগ্রামের প্রকাশনী।