ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর‌ জন্য আর্থিক সহায়তা প্রদান ও‌ মতবিনিময় সভা শ্রীমঙ্গলে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর‌ জন্য আর্থিক সহায়তা প্রদান ও‌ মতবিনিময় সভা শ্রীমঙ্গলে

0
321

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধান‌মন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যুগ্ন সচিব জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল‌উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, সমাজ সেবা কর্মকর্তা সুহেব আহমেদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আসাদুজ্জামান।

প্রথমেই মতবিনিময় সভা অনুষ্ঠানে যুগ্ন সচিব পদে পদোন্নতি হওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও কর্মকর্তাবৃন্দ।

শ্রীমঙ্গলে বসবাসরত গারো, খাসিয়া, ত্রিপুড়া, মনিপুরী, সাঁওতাল, মুন্ডা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ৪০ জ কে আর্থিক সহায়তা প্রদান করা হয়। যার মধ্যে ৩৫ জনকে ৫ হাজার টাকা, ২ জনকে ২৫ হাজার টাকা ও ৩ জনকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।