ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ০৫ নভেম্বর ২০২৫
বাংলা : ২০ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ উদ্যোক্তারা বেশি পরিশ্রমী ও কর্মঠ: ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

উদ্যোক্তারা বেশি পরিশ্রমী ও কর্মঠ: ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

0
329

চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের  পরিশ্রমী ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি. সোয়েমার্নোনো।

নগরীর হোটেল আগ্রাবাদে চট্টগ্রাম উইমেন চেম্বারের সাথে বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সভা চলাকালে এ মন্তব্য করে তিনি।

তিনি বলেন,, বাংলাদেশের নারী অনেক পরিশ্রমী। বিশেষ করে চট্টগ্রামের নারী উদ্যোক্তারা বেশি পরিশ্রমী ও কর্মদক্ষ। তাদের মধ্যে  ব্যবসায়ী  তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার মনোভাব রয়েছে, এটা খুবই ইতিবাচক দিক। দুদেশের ব্যবসা বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে নারী উদ্যোক্তারা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আসন্ন ১৩তম ইন্দোনেশিয়ান ট্রেড এক্সপোতে চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রন জানান তিনি।

চট্টগ্রাম উইমেন চেম্বার ও অনুষ্ঠানের সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের এ সফর দু দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এতে নারীদের অর্থনৈতিক উন্ননয় হবে, নারীর হাত আরো শক্তিশালী  হবে।

অনুষ্ঠানে আরও বক্তত্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবিদ মোস্তফাসহ আরো অনেকে।

উল্লেখ্য, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স যথেষ্ট সুসংগঠিত। প্রতি বছরই চট্টগ্রামে নারী উদ্যোক্তা মেলা আয়োজনসহ নারীর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়।