শিরোনাম :
নদ্দা ক্রেডিট ইউনিয়ন স্কুলের গীষ্মকালীন ফলজ উৎসব
নদ্দা ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে অনুষ্ঠিত হলো গীষ্মকালীন ফলজ উৎসব ২০১৯।
২০ জুন, সকাল ১০টায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ফলজ উৎসব অনুষ্ঠিত হয়। স্কুলের প্রিন্সিপাল আনন্দ চৌধুরীর তত্ববধানে শিক্ষার্থীরা গীষ্মকালীন নানা ধরণের ফল সংগ্রহ করে ফলজ উৎসবের আয়োজন করে।
ফলজ উৎসবে শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন ফলের সাথে পরিচয় করিয়ে ফলের গুনাগুন সম্পর্কে ধারণা দেন। এ সময় শিক্ষকরা বিভিন্ন ফল খাওয়ার উপকারিতার বিষয়ে বর্ণনা করেন। শিক্ষার্থীরা ফল খাওয়ার উপকারিতা বুঝতে পেরে ফল খাওয়ায় উৎসাহী হয়।
ফলজ উৎসবে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দরাও উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতিতে সমৃদ্ধ ও ফলজ গুনাগুনে সচেতন করতে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল প্রতি বছর ফলজ উৎসবের আয়োজন করা হয়।