শিরোনাম :
চাচকিয়ার প্রতিপালক যিশু হৃদয়ের পর্ব পালন
চাচকিয়াতে যিশু হৃদয়ের পর্ব পালন করা হলো ধুমধামের সাথে।
২৮ জুন, ফৈলজানা ধর্মপল্লীর চাচকিয়া উপ-ধর্মপল্লীতে প্রতিপালক যিশু হৃদয়ের পর্ব পালন করা হয়। পর্বোলক্ষ্যে বিশেষ প্রস্তুতি হিসেবে নয়দিনের নভেনা প্রার্থনা করেন চাচকিয়ার খ্রিষ্টভক্তগণ।
পর্বের দিন গির্জার বাইরে যিশু হৃদয়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শোভাযাত্রা করে গির্জাঘরে প্রবেশ করেন খ্রিষ্টভক্তরা।
পর্বীয় খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফৈলজানা ধর্মপল্লীর পাল-পুরোহিত এ্যাপোলো রোজারিও সিএসসি, সাথে ছিলেন সহকারী পাল-পুরোহিত বিকাশ কুজুর সিএসসি ও সেমিনারীয়ান সানি রোজারিও সিএসসি।
উপদেশ বাণীতে ফাদার এ্যাপোলো বলেন, হৃদয় বা হার্ট থেকে রক্ত সঞ্চারিত হয়ে যেমন গোটা দেহ সঞ্চীবিত রাখে, তেমনি যিশু হৃদয়ের ভালোবাসায় জীবন যাপন করলে আমরা প্রকৃত খ্রিষ্টানের পরিচয় বহন করতে পারবো। তাই যিশু হৃদয়ের প্রতি আমাদের ভক্তি ও ভালোবাসা আরো বাড়াতে হবে।
খ্রিষ্টযাগের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পর্বোৎসব সমাপ্ত করা হয়।