ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শ্রীমঙ্গলে‌ পর্যটন শিল্পের উন্নয়নের উদ্দেশে মতবিনিময় সভা

শ্রীমঙ্গলে‌ পর্যটন শিল্পের উন্নয়নের উদ্দেশে মতবিনিময় সভা

0
203

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উন্নয়নকল্পের উদ্দেশ্য শ্রীমঙ্গল‌ পর্যটন সেবা সংস্হার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্হার আহব্বায়ক জনাব আবু সিদ্দিক মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশট ট্যুরিষ্ট পুলিশের ডিআইজি জনাব মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ট্যুরিষ্ট পুলিশ সিলেট রিজিয়ন আলতাফ হোসেন পিপিএম, সিনিয়র সহকারি পুলিশ সুপার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল আশরাফুজ্জামান, ট্যুরিষ্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী পুলিশ সুপার এসএম আহসান হাবিব, বন্য প্রাণী ও‌ প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন‌ সংরক্ষক আনিসুর রহমান।

সভায় আরো উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনর্চাজ আব্দুস ছালেক, শ্রীমঙ্গল বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন। এছাড়াও  বিভিন্ন হোটেল ও রিসোর্ট পরিচালক, ট্যুরিষ্ট গাইড সদস্য এবং স্হানীয় ব্যবসায়ী নেতৃবৃন্ধ।

গ্র্যান্ড সেলিম রিসোর্ট এর পরিচালক মো.সেলিম আহমেদ ও ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস দাস অনুষ্ঠানে পর্যটনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মূল বক্তব্য রাখেন।

সভার শেষের দিকে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন নেতৃবৃন্ধরা বক্তব্য রাখেন।