ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বুধবার অনুষ্ঠিত হবে ঢাকা ক্রেডিটের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

বুধবার অনুষ্ঠিত হবে ঢাকা ক্রেডিটের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

0
587
বুধবার অনুষ্ঠিত হবে ঢাকা ক্রেডিটের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগামীকাল বুধবার দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বিকাল ৫টায় ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তনে উদযাপন করা হবে।

ঢাকা ক্রেডিটের সদস্যাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি ঢাকা ক্রেডিটের অনলাইন টিভি ‘ডিসিটিভি’ সরাসরি সম্প্রচার করবে। ঘরে বসে অনুষ্ঠান দেখতে ভিজিট করুন:  www.dctvbd.com

১৯৫৫ খ্রিষ্টাব্দের জুলাই মাসের ৩ তারিখে ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করেন।  সেই সময় মাত্র ৫০জন সদস্য ও ২৫ টাকা মূলধন নিয়ে এই সমিতির যাত্রা শুরু হয় । বর্তমানে ৪০ হাজার সদস্যের এই প্রতিষ্ঠানে সম্পদ-পরিসম্পদের পরিমাণ রয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। ঢাকা ক্রেডিটের প্রথম প্রেসিডেন্ট ছিলেন বার্নাড ম্যাকার্থী।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি, বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা কাথলিক মহাধর্মপ্রদেশের আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এমপি, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক মো: আমিনুল ইসলাম, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের মাননীয় যুগ্ম নিবন্ধক মো: লুৎফর রহমান, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিমিটেড-এর চেয়ারম্যান মি. নির্মল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’র চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন এবং নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসিসহ সমিতির বিভিন্ন উপকমিটির সদস্য, উপদেষ্টা ও সাধারণ সদস্য।