ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ০৭ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট খ্রিষ্টান সমাজের ৯ জনকে সম্মাননা দিল ঢাকা ক্রেডিট

খ্রিষ্টান সমাজের ৯ জনকে সম্মাননা দিল ঢাকা ক্রেডিট

0
2506
খ্রিষ্টান সমাজের ৯ জনকে সম্মাননা দিল ঢাকা ক্রেডিট

সমাজে এবং সমবায়ে বিশেষ অবদানের জন্য খ্রিষ্টান সমাজের নয়জনকে সম্মাননা প্রদান করল ঢাকা ক্রেডিট। জুলাই মাসের ৩ তারিখে ঢাকা ক্রেডিটের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁদের হাতে সম্মানা স্মরক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপি।

সম্মাননা প্রাপ্তরা হলেন স্বাস্থ্যসেবার জন্য ডা: হেমন্ত আই. গোমেজ, সমবায়ে অবদানের জন্য ঢাকা ক্রেডিটের প্রাক্তন কর্মকর্তা সুব্রত বনিফাস কস্তা, সমিতিতে সেবাদানের জন্য প্রাক্তন কর্মকর্তা পিটার গোমেজ (মরনোত্তর সম্মাননা), সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মারিয়া গমেজ, বিমান বাহিনীতে বিশেষ অবদান রাখার জন্য খ্রীষ্টোফার অধিকারী, কর্মী হিসেবে সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্টু খৃষ্টফার গমেজ, স্বাস্থ্যসেবায় নার্স স্বপ্না মেরী মার্গারেট রোজারিও এবং শিক্ষাক্ষেত্রে ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসাস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যোশীয় সাংমা ও জিনিয়া রড্রিক্স।

আরো পড়ুন:ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সাক্ষাৎকার

দৃষ্টি প্রতিবন্ধী জিনিয়া রড্রিক্স সম্মাাননা পাওয়ার বিষয়ে অনুভূতি প্রকাশ করে ডিসি নিউজকে বলেন, ‘ঢাকা ক্রেডিটকে ধন্যবাদ দেই আমাকে সম্মাননা দেওয়ার জন্য। আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত পড়াশোনা করেছি। ভবিষ্যতে আমি আমার মতো দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে চাই।’

ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্টু খৃষ্টফার গমেজকে সম্মাননা দিয়েছে। লিন্টু খৃষ্টফার গমেজ ডিসি নিউজকে বলেন, ‘সম্মাননার মাধ্যমে ঢাকা ক্রেডিট আমার সেবাকে স্বীকৃতি দিয়েছে, তাই আমার খুব ভাল লাগছে। ঢাকা ক্রেডিটের নিকট আমি কৃতজ্ঞ।’