ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মার্কিন রাষ্ট্রদূতের বানিয়ারচর কাথলিক গির্জা পরিদর্শন

মার্কিন রাষ্ট্রদূতের বানিয়ারচর কাথলিক গির্জা পরিদর্শন

0
408

|| হিমেল রোজারিও, ডিসি নিউজ ||
বাংলাদেশে নব-নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গোপালগঞ্জ জেলার বানিয়ারচর কাথলিক গির্জা পরিদর্শন করেন ২ আগস্ট সকাল সাড়ে ৮টায়।
রাষ্ট্রদূতের সাথে ছিলেন তার স্ত্রী মিচেল এডিলমেন, বরিশাল কাথলিক ধর্মপ্রদেশের বিশপ সুব্রত লরেন্স হাওলাদার সিএসসি, ধর্মপল্লীর পাল-পুরোহিত জেরম রিংকু গোমেজ, ফাদার সঞ্জয় গোমেজ, ফাদার লাজারুস গমেজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসলিমা আলী, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগী এবং বানিয়ারচর গির্জা ট্রাজেডিতে নিহত ও আহতদের পরিবারের সদ্যস্যগণ।
সহাকারী পাল-পুরোহিত সঞ্চয় গোমেজ ডিসিনিউজকে জানান, ‘মার্কিন রাষ্ট্রদূত টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে সকাল সাড়ে ৮টায় বানিয়ারচর গির্জায় প্রবেশ করেন। গির্জায় আসলে তাকে সংবর্ধনা জানানো হয়। এ সময় প্রায় পাঁচশত মানুষ উপস্থিতি ছিলেন।’
তিনি আরো বলেন, এরপর রাষ্ট্রদূত ২০০১ সালের ৩ জুন গির্জায় বোমা হামলায় নিহতদের কবরে মোমবাতি প্রজ্জলন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিশপ সুব্রত হাওলাদার মৃত আত্মার শান্তির কল্যাণে প্রার্থনা করেন। সংক্ষিপ্ত আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট বলেন, ‘বানিয়ারচর কাথলিক গির্জায় যে বোমা হামলা ঘটেছিল তার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের পক্ষে শোক ও সমবেদনা প্রকাশ করছি।’
জানা গেছে, ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মাত্র তিনদিন আগে গির্জা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তার পরিদর্শনে যাওয়ার কথা। গির্জায় পরিদর্শনের খবর দেশের বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রচার করেছে।

আরো পড়ুন:

লক্ষীপুরে ওয়াইসিএস এনিমেটর ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বান্দরবানে খ্রিষ্টানদের জমি দখলের অভিযোগে বৌদ্ধ ধর্মগুরুর বিরুদ্ধে মানববন্ধন

মার্কিন রাষ্ট্রদূতের বানিয়ারচর কাথলিক গির্জা পরিদর্শন

হাউজিং সোসাইটির কর্মকান্ডে সন্তুষ্ট সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য