শিরোনাম :
যুক্তরাষ্ট্রে শপিং মলে গোলাগুলিতে নিহত ২০, আহত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাশো সিয়েলা ভিস্তা ওয়ালমার্টের একটি শপিংমলে শনিবার স্থানীয় সকাল ১১টায় একজন শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ২০ জন।
হামলায় আহত হয়েছেন ২৬জন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বিভিন্ন ব্যক্তির বরাত দিয়ে বিবিসি অনলাইনে এক প্রতিবেদনের এসব তথ্য দেওয়া হয়েছে।
এ ঘটনায় সন্দেভাজন একজনকে সিসিটিভির ফুটেজ দেখে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম প্যট্রিক ক্রুসিয়াস (২১)। তিনি ডালাসের বাসিন্দ। টেক্সানের পুলিশ দাবি করছে এই শ্বেতাঙ্গ একজন ব্যক্তিই এই হত্যাকান্ড চালিয়েছে।
প্যট্রিক যখন হত্যাকান্ড চালান শপিংমলে তখন সেখানে অনেক মানুষের ভিড় ছিল। এর মধ্যে নারী ও শিশুরাও ছিল।
এল পাসের মেয়র গ্রেগ আ্যবোট বলেছেন, ‘এরকম দুঃখজনক ঘটনা কখনো ঘটেনি, কখনো ভাবিনী এল পাসোতে এমনটা ঘটবে। এই ঘটনা আমাদেও খুব দুঃখ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেছেন, ওই এলাকা থেকে যেসব খবর আসছে, তা খুব খারাপ কারণ অনেকে মারা গেছেন।
আরো পড়ুন
অন্ধ্রপ্রদেশে নতুন বিশপ নিয়োগ পোপ ফ্রান্সিসের
দয়ার কাজ করে যিশুর প্রকৃত শিষ্য হওয়ার আহ্বান পোপ ফ্রান্সিসের