ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রোববার বন্ধ থাকে যেসব খ্রিষ্টান মিশনারি স্কুল

রোববার বন্ধ থাকে যেসব খ্রিষ্টান মিশনারি স্কুল

0
1810

ডিসি নিউজ, ঢাকা:
বোরবার বন্ধ থাকে দেশের কয়েকটি খ্রিষ্টান মিশনারি স্কুল।
এগুলো হচ্ছে নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়ায় সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সেন্ট যোসেফস প্রাথমিক বিদ্যালয়, জোনাইলের সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, সেন্ট মেরীস প্রাথমিক বিদ্যালয়, পাবনার চাটমোহর থানার সেন্ট রীটাস উচ্চ বিদ্যালয় এবং ফৈলজানার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়।
উক্ত বিদ্যালয়গুলোতে জাতি-ধর্ম-বর্ণ সকল ধর্মের শিক্ষার্থীরাই পড়াশোনা করে। তবে শুক্রবার অর্ধ দিবস পাঠ দান কার্যক্রম চলমান থাকে।
মিশনারি স্কুলগুলো বোরবার ছুটি থাকার কারণ জানতে চাইলে সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার যোহন মিন্টু রায় ডিসিনিউজকে বলেন, ‘ষাটের দশকে ফাদার কান্তন যখন সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন, তখন খ্রিষ্টান মিশনারি স্কুলগুলোর রবিবার দিন ছুটি রাখার জন্য রাজশাহী শিক্ষাবোর্ডে একটি আবেদন করেছিলেন। কারণ, রোববার ফাদারদের খ্রিষ্টযাগ উৎসর্গ করতে হয়, রোগী বাড়িতে যেতে হয়। শিক্ষাবোর্ড ফাদার কান্তনের আবেদনটি গ্রহণ করেন। তখন থেকেই মিশনারি স্কুলগুলোতে শুক্রবার দুই ঘন্ট ক্লাস পরিচালনা করাসহ এবং রোববার দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয়ে বিরূপ কোনো প্রতিক্রিয়া কেউ কখনো প্রদর্শন করেননি।’
রোববারদিন স্কুল বন্ধ থাকায় খ্রিষ্টান অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকগণ নির্বিঘ্নে রোবিবাসরীয় খ্রিষ্টযাগে অংশ নিতে পারেন, সেই সাথে বিশ্রামবার পালন করতে পারেন।
শুক্রবার দিন ক্লাস শেষে উল্লিখিত স্কুলগুলোতে খ্রিষ্টান শিক্ষার্থীদের জন্য ধর্ম ক্লাসের ব্যবস্থা করা হয়। সেখানে খ্রিষ্টীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া হয়ে থাকে।
উল্লেখ্য যে, ফাদার কান্তন নাটোরের বোর্ণীসহ একাধিক মিশনে শিক্ষা-স্বাস্থ্য ও সমাজ সংস্কারের ক্ষেত্রে দৃশ্যমান অবদান রেখে গেছেন। তিনি সরকারের স্থানীয় প্রশাসন যেমন থানা, আদালত ও আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থার সাথে সুন্দর সম্পর্ক রেখে চলতেন। ২০১৪ খ্রিষ্টাব্দের ২৯ জালাই ইতালীতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর জোনাইলের একটি প্রধান সড়কের নাম তাঁর নামানুসারে রাখা হয়।

আরো পড়ুন:

হাউজিং সোসাইটির কর্মকান্ডে সন্তুষ্ট সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

লক্ষীপুরে ওয়াইসিএস এনিমেটর ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বান্দরবানে খ্রিষ্টানদের জমি দখলের অভিযোগে বৌদ্ধ ধর্মগুরুর বিরুদ্ধে মানববন্ধন

মার্কিন রাষ্ট্রদূতের বানিয়ারচর কাথলিক গির্জা পরিদর্শন