শিরোনাম :
ভেরোনিকা রোজারিও চলে গেলেন না ফেরার দেশে
|| ডিসি নিউজ, ঢাকা ||
ভেরোনিকা রানী রোজারিও (৭৭) কিডনী সমস্যায় আক্রান্ত হয়ে ১ আগস্ট বিকাল সাড়ে ৫টায় মনিপুরীপাড়ায় নিজ বাসায় মারা গেছেন। আজ সকাল ১১টায় তেজগাঁও ধর্মপল্লীতে তাঁর শেষকৃত্যের খ্রিষ্টযাগ শেষে সমাহিত করা হয়।
ভেরোনিকা রোজারিও ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে কিডনীজনিত সমস্যায় আক্রান্ত হন। প্রায় সময়ই কিডনী রোগের কারণে ডায়োলসিস করাতে হতো।
ঢাকা ক্রেডিটের অর্থায়ন কমিটির সদস্য মানিক উইলভার রোজারিও’র মা ভেরোনিকা রোজারিও ১৯৪২ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি নাগরী ধর্মপল্লীর লুদুরীয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নাগরীর তিরিয়া গ্রামের ডানিয়েল রোজারিও’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পরে তাদের কোলজুড়ে আসে দুই ছেলে এবং তিন মেয়ে। তারা সবাই সমাজে প্রতিষ্ঠিত।
ভেরোনিকা রোজারিও সুস্থ থাকাকালে তেজগাঁও ধর্মপল্লীতে কুমারী মারিয়া সেনা সংঘ, সেন্ট ভিনেসেন্ট ডি’পলসহ অন্যান্য সংঘ সমিতির সক্রিয় সদস্য ছিলেন। ব্যক্তিজীবনে তিনি একজন ধার্মিকা নারী ছিলেন। মনিপুরীপাড়ায় বিভিন্ন প্রার্থনা সভায় যোগ দিতেন ও খ্রিষ্টযাগে অংশগ্রহণ করতেন।
ঢাকা ক্রেডিট পরিবারের পক্ষ থেকে মানিক উইলভার রোজারিও’র শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ এবং সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও কাককো’র চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, ডিরেক্টর প্রতাপ আগষ্টিন গমেজ প্রয়াত ভেরোনিকার রোজারিও’র সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।