ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ডেঙ্গু প্রতিরোধে কারিতাসের র‌্যালী ও আলোচনা সভা

ডেঙ্গু প্রতিরোধে কারিতাসের র‌্যালী ও আলোচনা সভা

0
350

|| ডিসি নিউজ, ঢাকা ||
বাংলাদেশ কারিতাসের মোহাম্মপুর শাখার প্রচেষ্টা প্রকল্পের সাথে যৌথ উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে মোহাম্মদপুর এলাকায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৩ আগস্ট।
র‌্যালী ও আলোচনা সভায় এ্যাপোলো হাইস্কুল, হামীম স্কুলসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব।
প্রধান অতিথি কাউন্সিলর তারিকুজ্জামান বলেন, ‘ডেঙ্গু জ্বরে শুরু হয় মে-জুন মাসে এবং বেশি হয় আগস্ট-সেপ্টেম্বর মাসে। চলতি বছরের জুলাই মাসে অন্যান্য বছরের চেয়ে বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গু যেন না হয় তার জন্য সচেতন হতে হবে।’
চলতি বছরের জানুয়ারি- জুলাই মাসে ২১ হাজার ২ শত পয়ত্রিশ জন আক্রান্ত হন। ২ আগস্ট পর্যন্ত ৬ হাজার ৫শত বিরাশি জন হাসপাতালে ভর্তি হয়।
দৈনিক প্রথম আলো পত্রিকার ৩ আগস্টের তথ্য মতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৭১ জন এবং সরকারি তথ্য মতে ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে মারা গেছে ১৪জন। তবে ঢাকাসহ সারা বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রন্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব ডেঙ্গু প্রতিরোধে সকলকে সর্তক থাকা এবং সমাজের সর্বস্তরের মানুষকে এডিস মশা প্রতিরোধে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
সরকারের পাশাপাশি কারিতাস প্রচেষ্টা প্রকল্প কর্ম এলাকায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী, আলোচনা সভা, উঠান বৈঠক ইত্যাদি সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রেখেছে।

খ্রীষ্টান এসোসিয়েশনের ডেঙ্গু, গুজব ও মাদক প্রতিরোধে র‌্যালী


এদিকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বিরুলিয়া শাখার নেতৃবৃন্দ ‘ডেঙ্গু, গুজব ও মাদক’ প্রতিরোধে ২ আগস্ট বিকাল ৩টায় সচেতনতামূলক র‌্যালী করে সাভারের বিরুলিয়ার কমলাপুর বাজারে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও।
এই র‌্যালীতে নিজেকে সচেতন হতে এবং অন্যকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।