শিরোনাম :
ড্রাইভিং পেশায় নিয়োজিতদের নিয়ে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়ক আন্দোলনকে গুরুত্ব দিয়ে ঢাকা ক্রেডিট যুগান্তকারী পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে। সেই সাথে সমাজে বেকারত্ব দূরীকরণে এবং সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নেও ঢাকা ক্রেডিট গুরুত্বসহকারে ড্রাইভিং প্রশিক্ষণকে প্রাধান্য দিয়ে কাজ করছে।
আর্থিক এবং সামাজিক উন্নয়নে ঢাকা ক্রেডিট নতুন প্রশিক্ষিত ড্রাইভার এবং পেশাদারী ড্রাইভারদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়।
১০ আগস্ট, সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে গুড কনফারেন্স হলে সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: নিউইয়র্কে সামাজিক আইকন বাবু মার্কুজ গমেজের সাথে সম্মিলিত সাক্ষাৎ-সম্ভাষণ অনুষ্ঠান
সভায় প্রেসিডেন্ট বাবু মার্কুজ ড্রাইভারদের উৎসাহ দিয়ে বলেন, ‘অনেকে মনে করেন, ড্রাইভিং পেশা সম্মানের নয়। কিন্তু আজ বলছি আগামী দশ বছর পর একজন গাড়ি চালকের বেতন একজন ব্যাংক অফিসারের সমান হবে। যারা বৈধ লাইন্সেস গ্রহণ করছেন, তাদের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তা ছাড়া আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা দেওয়া প্রয়োজন, ঢাকা ক্রেডিট তা করবে।’
তিনি আরো বলেন, ‘আপনারা পেশাকে কখনো অবহেলা করবেন না। ড্রাইভিং পেশা আগামী দশ বছর পর অনেক চাহিদাসম্পন্ন পেশায় রূপ নিবে। শুধু তাই নয়, ঢাকা ক্রেডিট চায়, আপনারা সবাই গাড়ির মালিক হয়ে, নিজেদের গাড়ির মাধ্যমে আয় করুন।’
আরো পড়ুন: বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা
‘টেকনোলজির সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। তা না হলে টিকে থাকতে পারবো না। ঢাকা ক্রেডিট গাড়ি ক্রয়ের জন্য ঋণ প্রদান করছে। ব্যাংক থেকে ঋণ নিতে হলে অনেক সমস্যা মোকাবেলা করতে হয়, কিন্তু ঢাকা ক্রেডিট সেক্ষেত্রে অনেক সুবিধা প্রদান করে। যারা গাড়ি নিজেদের জন্য ব্যবহার করতে গাড়ি লোন নিবেন তাদের জন্য নির্দিষ্ট নীতিমালা রয়েছে। তবে যারা গাড়ি কিনে আয়ের সুযোগ সৃষ্টি করতে চান, তাদের লোন গ্রহণের জন্য সহজ নীতিমালা করা হবে। সেই আপনাদের মতামত এবং পরামর্শের জন্যই আজকের এই মতবিনিময় সভা’ বলেন প্রেসিডেন্ট বাবু মার্কুজ।
সভায় ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও কাককোর প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘যেকোনো পেশায়ই সংশ্লিষ্ট জ্ঞান থাকতে হবে। যারা অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় করতে নেমেছে, তারা ক্ষতির মুখই দেখেছে। আপনারা প্রশিক্ষণ নিয়ে ড্রাইভার হয়েছেন। আপনারা এখন গাড়ি ব্যবসায় এলে লাভবান হবেন। ঢাকা ক্রেডিট আপনাদের পাশে রয়েছে। আপনারা ঋণ নিয়ে গাড়ির মালিক হতে পারেন। তবে ঋণ নিলেও, তা নিয়মিত পরিশোধ করতে হবে। এভাবে পরিকল্পনা করে ড্রাইভিং পেশায় উন্নয়ন করে সমাজে এগিয়ে যেতে পারবেন।’
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘ড্রাইভিং পেশায় সুযোগ অনেক বেশি। দিন দিন দেশে প্রশিক্ষিত ড্রাইভারের চাহিদা বেড়ে চলেছে। সেই ক্ষেত্রে আপনার প্রশিক্ষণ নিয়ে এগিয়ে রয়েছেন। তাছাড়া আপনারা ঢাকা ক্রেডিট থেকেও সহযোগিতা নিয়ে এই পেশায় নিজেদের উন্নয়ন ঘটাতে পারেন। তবে কাজ করার মানসিকতা থাকতে হবে। যে যত পরিশ্রম করে, তিনি তত কৃতকার্য হন।’
আরো পড়ুন: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তেজগাঁও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান
অনুষ্ঠানে সভাপতি ও বক্তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কীভাবে ঢাকা ক্রেডিট তাদের ঋণ দিয়ে সহায়তা করবে সেই বিষয়েও ব্যাখ্যা করেন। ভবিষ্যতে যারা ঋণ গ্রহণ করে ড্রাইভিং পেশায় জীবনমান উন্নয়ন করতে চায়, তারা যেন সমিতির স্টাফদের সাথে যোগাযোগ করে ঋণ গ্রহণের নীতিমালা জেনে নেন সেই আহ্বান করেন বক্তারা।
মতবিনিময় সভায় ধন্যবাদ বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ।
সভা পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের সহকারী প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, আনন্দ ফিলীপ পালমা, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সদস্য স্টেলা হাজরা প্রমুখ।
আরো পড়ুন
হাউজিং সোসাইটির কর্মকান্ডে সন্তুষ্ট সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
লক্ষীপুরে ওয়াইসিএস এনিমেটর ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
বান্দরবানে খ্রিষ্টানদের জমি দখলের অভিযোগে বৌদ্ধ ধর্মগুরুর বিরুদ্ধে মানববন্ধন