ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শপথ নিলেন কাককো’র নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের ১৫ জন সদস্য

শপথ নিলেন কাককো’র নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের ১৫ জন সদস্য

0
1403

।। নিজস্ব প্রতিবেদক ।।

ঢাকার অবসরপ্রাপ্ত সহকারী বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি শপথ বাক্য পাঠ করালেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিমিটেড, কাককোর নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের ১৫ জন সদস্যকে।

২০ আগস্ট, সন্ধ্যা ৭টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে কাককো’র চেয়ারম্যান নির্মল রোজারিও’র নেতৃত্বে নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদ শপথবাক্য উচ্চারণ করেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ থিয়োটনিয়াস গমেজ।

অনুষ্ঠানে কাককো’র চেয়ারম্যান নির্মল রোজারিও কাককো প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্ত এবং উদ্দেশ্য তুলে ধরেন।

তিনি বক্তব্যে কাককো ও বাংলাদেশে সমবায়ের সমস্যা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করে বলেন, কাককো’র সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিনিয়োগ সমস্যা। এগুলো নিয়ে কাককো কাজ করছে। বাংলাদেশে সমবায়ে ঋণখেলাপী একটি বড় ধরণের সমস্যা। এ ছাড়াও কর্মসংস্থান সৃষ্টিও একটি বড় ধরণের চ্যাঞ্জেল। বিভিন্ন সমবায় সমিতির সমন্বয়ে কাককো লিঃ এই বিষয়গুলো নিয়ে কাজ করছে।

এ সময় তিনি সবাইকে কাককো’র সিসিএমএস’র আওতায় আসার আহ্বান জানান। এর মাধ্যমে সদস্যদের বিভিন্ন সমিতিতে ঋণগ্রহণের বিষয় মনিটরিং করা হয়। ফলে ঋণখেলাপীর হার কমে আসবে।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ কাককো’র নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের নেতৃত্বে সমবায়ে গুনগত পরিবর্তনের আশা প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, ‘বর্তমানে সমবায়ে আইনের শাসনের অভাব রয়েছে, তাই কাককো এই বিষয়ে নজর দিবে। তাছাড়া বাংলাদেশে মুসলমান-হিন্দুদের অনেক সমবায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তারা সব সময় ঢাকা ক্রেডিট ও খ্রিষ্টান সমবায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমগুলো অনুসরণ করে। সুতরাং আমাদের এই আদর্শের জায়গাটা ধরে রাখতে হবে।’

‘অনেকে মনে করেন কর্মী বা কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান অপচয়। কিন্তু মনে রাখতে হবে কর্মী বা কর্মকর্তাদের প্রশিক্ষণ হলো একটি বিনিয়োগ। প্রশিক্ষিত হয়ে সে যেখানেই থাকুক, তার প্রশিক্ষণের গুনগুলো সব সময় সহভাগিতা করবে সমাজের উন্নয়নে। কাককো নানাভাবে সমবায়ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, আমাদের সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে। তাছাড়া কাককো’র সাথে খ্রিষ্টান শব্দটি জড়িত রয়েছে, সুতরাং আমাদের খ্রিষ্টিয় মূল্যবোধ ধরে রেখে এগিয়ে যেতে হবে’ বলেন প্রেসিডেন্ট বাবু মার্কুজ।

প্রধান অতিথি বিশপ থিয়োটনিয়াস বলেন, কাককো খ্রিষ্টান সমাজের জন্য একটি পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছে। খ্রিষ্টমন্ডলী সমাজে সমবায়ের চেতনা নিয়ে এসেছে, তা আমাদের ধরে রাখতে হবে। সমবায়ের কাজে খ্রিষ্টের আলো প্রকাশ পেলেই সমবায় সার্থক হবে।

এ ছাড়াও বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট গমেজ, কাককো’র আধ্যত্মিক উপদেষ্টা ফাদার ড. লিটন হিউবার্ট গমেজ সিএসসিসহ আরো অনেকে।

অন্যান্য বক্তারা বলেন, আমরা আশা করি কাককো খ্রিষ্টান সমিতিগুলোর প্রতিনিধিত্ব করে সরকারের সাথে লবিং করে সমিতিগুলোর সুযোগ সৃষ্টি করবে। এখানে উপস্থিত ব্যক্তিবর্গ প্রতিষ্ঠালগ্ন হতে কাককো’র সকল কার্যক্রমে বিভিন্নভাবে পরামর্শ, সাহায্য-সহযোগিতা করেছেন। আমরা বিশ্বাস করি, বিগত সময়ের ন্যায় এবারও কাককো’র প্রশিক্ষণ কর্মসূচীকে সফলকাম করার লক্ষে আপনারা কাককো’র পাশে থাকবেন। আপনাদের এরূপ সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকলে কাককো লি: ভবিষ্যতে একটি শক্তিশালী কেন্দ্রীয় সংগঠনে পরিণত হয়ে উঠবে এবং খ্রিষ্টান সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে। কাককো’র মাধ্যমে সমাজের নেতৃবৃন্দের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার সুযোগ রয়েছে।’

শপথগ্রহণ অনুষ্ঠানে ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, পরিচালনা পর্ষদ, বিভিন্ন সমিতির পক্ষ থেকে ভোটিং ডেলিগেট, চেয়ারম্যান ও সেক্রেটারীসহ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত ছিলেন।

এদিন ২০১৯-২০২২ মেয়াদের কার্যকরী পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্মল রোজারিও, ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ট্রেজারার প্রদীপ সরকার, বোর্ড অব ডিরেক্টর হিসেবে টমাস রোজারিও, মাইকেল জন গমেজ, বেনেডিক্ট ডি’ক্রুজ, রুবেন গোনছালভেজ, ডেভিড রোজারিও, পৌল প্রেমশন ¤্রং, কাজল শিমন ডি’কস্তা ও পংকজ লরেন্স কস্তা, সাধারণ সভা কর্তৃক নির্বাচিত তিন সদস্য বিশিষ্ট অভ্যন্তরীণ নিরীক্ষা কোষের আহ্বায়ক এলিয়াস পিন্টু কস্তা, সদস্য সচিব তমাল এস. গমেজ ও সদস্য নিকেন মৃ শপথবাক্য উচ্চারণ করেন।

উল্লেখ্য, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লিঃ ঢাকা বিভাগের প্রাথমিক খ্রিষ্টান সমবায় সমিতিসমূহের একটি কেন্দ্রীয় সমিতি। ২০০৭ খ্রিষ্টাব্দ থেকে ঢাকা বিভাগের প্রাথমিক খ্রিষ্টান সমবায় সমিতিসমূহের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ৫ জুলাই, ২০১৯ খ্রিষ্টাব্দ কাককো লিঃ-এর নবব্যবস্থাপনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।